For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিও অলিম্পিক তারকা পি ভি সিন্ধুর নাম জড়াল পোশাক বিতর্কে!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ৩ সেপ্টেম্বর : রিও অলিম্পিক্সে অসামান্য সাফল্যের পরও খেলার পোশাক নিয়ে বিতর্কে জড়ালেন রুপোজয়ী ব্যাটমিন্টন তারকা পি ভি সিন্ধু।[রিও অলিম্পিকে পিভি সিন্ধু : তাঁকে নিয়ে কিছু জরুরি তথ্য একনজরে]

একটি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, ব্রাজিলে রুপো জেতার জন্য ব্যাটমিন্টনের মহিলা সিঙ্গলসে যে পোশাক পরেছিলেন সিন্ধু তা ছিল ইওনেক্স সংস্থার। যদিও অলিম্পিকের ভারতীয় খেলোয়াড়দের সরকারি খেলার সামগ্রীর স্পনসর ছিল ইওনেক্সের প্রতিযোগী সংস্থা লি নিং। [রিও অলিম্পিক ২০১৬ : ইতিহাস সৃষ্টি করে ব্যাডমিন্টন ফাইনালে ভারতের পিভি সিন্ধু]

রিও অলিম্পিক তারকা পি ভি সিন্ধুর নাম জড়াল পোশাক বিতর্কে!

রিও অলিম্পিকে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তথা IOA-র সঙ্গে ৩ কোটি টাকার চুক্তি হয়েছিল লি নিং সংস্থার। তবে সূত্রের খবর অনুযায়ী, সিন্ধু এবং আরও বেশ কিছু ভারতীয় খেলোয়াড় চুক্তিবদ্ধ সংস্থার পোশাক পরেননি। [প্রথম ভারতীয় মহিলা হিসাবে রুপো জিতলেন সিন্ধু...টুইটার প্রতিক্রিয়ায় আবেগ উচ্ছ্বাস মিলেমিশে একাকার]

লি নিং সংস্থার ভারতীয় ডিস্ট্রিবিউটর মহেন্দ্র কাপুরের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বিষয়ে ইতিমধ্যে IOA-র কাছে অভিযোগ জানানো হয়েছে তাদের সংস্থার তরফে। তিনি বলেন, অ্যাসোসিয়েশনের তরফে থেকে সব ধরনের সহযোগিতা পাওয়া গিয়েছে। খেলোয়াড়রাও সহযোগিতা করেছে। কিন্তু কিছু কিছু খেলোয়ার কোনও অজ্ঞাতকারণবশত আমাদের পোশাক ব্যবহার না করে আমাদের প্রতিদ্বন্দ্বী সংস্থার পোশাক ব্যবহার করেছে।

তবে অ্যাসোসিয়েশনের তরফে অবশ্য সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, আসলে লি নিং সংস্থার পোশাকে সিন্ধু স্বচ্ছন্দ ছিলেন না। আর তার মূল কারণ ছিল পোশাকের রং। [(ছবি) এই ১০ অদ্ভুত বস্তু দিয়ে পোশাক তৈরি হতে পারে ভেবেছিলেন কখনও?]

<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/_TRzJqAQGi4" frameborder="0" allowfullscreen></iframe>

অ্যাসোসিয়েশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "সিন্ধু এবং শ্রীকান্ত শুরুর দিকের রাউন্ডে লি নিংয়ের পোশাকই পরেছে। সিন্ধুর ক্ষেত্রে ও হলুদ বা লাল রংয়ের মধ্যে একটা রংয়ের পোশাক চেয়েছিল। কারণ ওর ধারণা এই রং ওর লাকি চার্ম। কোয়ার্টার ফাইনাল থেকে ওর বিপক্ষ যার তালিকায় পর্যায়ক্রম বেশি ছিল তার ক্ষেত্রেই রং বাছাইয়ের প্রাধান্যও থিল। তারা লাল বেছে নেওয়ায় সিন্ধুকে হলুদ বেছে নিতে হয়েছে।"

সূত্রের খবর, লি নিংয়ের খেলার কিটে হলুদ রং ছিল না বলেই ইওনেক্সের পোশাক পরতে বাধ্য হয়েছিলেন সিন্ধু।

English summary
Rio Olympics star PV Sindhu caught in clothing controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X