For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাটল বিশ্বকাপের বাধা, সাই-এর অনুমতি পেয়ে গেলেন দীপা! পুরুষদের অবশ্য দিতে হবে ট্রায়াল

বাকু ও দোহায় আসন্ন বিশ্বকাপে দীপ কর্মকারের অংশগ্রহণের অনুমতি দিলেও সাই, পুরুষদের ট্রায়াল আয়োজনের জন্য বলেছে জিমনাস্টিক ফেডারেশনকে।

  • |
Google Oneindia Bengali News

বাকু ও দোহায় আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন আয়োজিত আসন্ন দুটি বিশ্বকাপেই অংশগ্রহণে আর বাধা রইল না ভারতীয় জিমন্যাস্টিক্স-এর রাণি দীপা কর্মকারের। তাঁর ও তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দীকে অনুমতি দিয়ে দিল স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া। তবে পুরুষ জিমন্য়াস্টদের ট্রায়াল দিয়েই অমুমতি পেতে হবে।

কাটল বিশ্বকাপের বাধা, সাই-এর অনুমতি পেয়ে গেলেন দীপা

আগামী ১৪-১৭ মার্চ ও ২০-২৩ মার্চ যথাক্রমে আজারবাইজানের বাকু ও কাতারের দোহায় পরপর দুটি জিমন্যাস্টিক্স বিশ্বকাপের আসর বসছে। এই প্রতিযোগিতাগুলি থেকে অলিম্পিকে যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে। জিমনাস্টিক্স ফেডারেশন অব ইন্ডিয়া বা জিএফআই ইতিমধ্য়েই বিশ্বকাপে অংশগ্রহণকারী হিসেবে দীপা ও দুই পুরুষ জিমন্য়াস্ট যোগেশ্বর সিং ও আশীষ কুমারের নাম পাঠিয়েছে।

সমস্যা হল, এই ক্ষেত্রে চুড়ান্ত অনুমোদন দেয় স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া বা সাই। এতদিন সাইয়ের অনুমোদন না আসা দীপাদের বিশ্বকাপে নামা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। জিমন্যাস্টরা অনুশীলনে মনোনিবেশ করতে পারছিলেন না। দীপা ও বিশ্বেশ্বর নন্দী কোনও পরীক্ষা ছাড়াই সেই অনুমতি পেয়ে গেলেও পুরুষের জন্য
জিএফআই-কে ট্রায়াল নেওয়ার নির্দেশ দিয়েছে সাই।

আগামী ১১ মার্চ এই ট্রায়াল নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। জিএফআই জানিয়েছে ট্রায়ালে যদি যোগেশ্বর বা আশীষের বদলে অন্য কোনও জিমন্যাস্ট বেশি ভাল করেন, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাকে চিঠি দিয়ে প্রতিযোগীর নাম বদলানো হবে।

English summary
SAI cleared Dipa Karmakar's participation in the upcoming World Cups at Baku and Doha but asked the gymnastics federation to conduct trials for men. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X