For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমনওয়েলেথে চানুর হাত ধরে প্রথম সোনা এল ভারতের

ওয়েট লিফ্টিংয়ে নজির গড়ে ভারতকে এবছরের কমনওয়েলথ গেমসে সোনা এনে দিলেন চানু মীরাবাঈ। মহিলাদের ৪৮ কেজি বিভাগে এদিন লড়ে সোনা পেয়েছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

ওয়েট লিফ্টিংয়ে নজির গড়ে ভারতকে এবছরের কমনওয়েলথ গেমসে সোনা এনে দিলেন চানু মীরাবাঈ। মহিলাদের ৪৮ কেজি বিভাগে এদিন লড়ে সোনা পেয়েছেন তিনি।

কমনওয়েলেথে চানুর হাত ধরে প্রথম সোনা এল ভারতের

কমনওয়েলেথে চানুর হাত ধরে প্রথম সোনা এল ভারতের

প্রথম দিনেই সোনার পদক পেয়ে সাড়া ফেলে দিয়েছেন চানু। ছয়টি লিফ্টে ছয়বার রেকর্ড করে শেষপর্যন্ত সোনা পেয়েছেন তিনি।

এই নিয়ে দ্বিতীয়বার কমনওয়েলথ গেমসে পদক পেলেন চানু। চারবছর আগে গ্লাসগোতে রুপো পেয়েছিলেন তিনি।

দারুণ পারফরম্যান্সের ফলে নাইজেরিয়ার অগাস্তিনা ওয়াকোলোকেও পিছনে ফেলে দিলেন চানু। ২০১০ কমনওয়েলথ গেমসে নাইজেরিয়ার ভারোত্তোলক অগাস্তিনা ১৭৫ কেজি ওজন তুলে রেকর্ড গড়েছিলেন। আট বছর বাদে ভারতের হয়ে চানু সোনা জিতে ছাপিয়ে গেলেন সকলকে।

চানুর সোনা জয়ের পাশাপাশি পুরুষ বিভাগে রুপো জিতলেন গুরুরাজা। চানুর সোনা জেতার আগেই পুরুষদের ৫৬ কেজি বিভাগে রুপো জিতেছিলেন তিনি। গুরুরাজার হাত ধরেই এবার কমনওয়েলথ গেমসে পায় প্রথম পদক। তবে চানুর পারফরম্যান্স সবকিছুকে ছাপিয়ে গেল।

English summary
Saikhom Mirabai Chanu wins India's first gold at Common Wealth Games 2018 in women's weightlifting 48 kg category
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X