For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেবীপক্ষে নারীশক্তিকে সম্মান, এই দুই মহিলা আইপিএসের হাতেই বর্তাচ্ছে বিশ্বকাপের নিরাপত্তা ভার

ভারতে প্রথমবার হচ্ছে বিশ্বকাপের আসর। তার সঙ্গে আরও অনেক কিছু হচ্ছে সম্ভবত প্রথমবার। এই মেগা ইভেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকছেন কারা। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের আর দিন কয়েক বাকি। শেষ মুহূর্তের কাজে ব্যস্ত আয়োজকরা। প্রথমবার ভারতের মাটিতে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপ। ফলে সাজোসাজো রব। নিরাপত্তার বিষয়টিও দারুণভাবে নজরে রাখা হয়েছে।

দেবীপক্ষে নারীশক্তিকে সম্মান, এই দুই মহিলা আইপিএসের হাতেই বর্তাচ্ছে বিশ্বকাপের নিরাপত্তা ভার

বিশ্ব যুব ফুটবলের খেলা শুরুর আগেই সল্টলেক স্টেডিয়ামে মহড়া দেবেন ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) কম্যান্ডোরা। যেহেতু এই ধরণের বড় ইভেন্টে জঙ্গি হামলার সম্ভবনা থেকে যায় তাই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেকোনও পরিস্থিতিতে লড়াই করার জন্য তাঁরা মক ড্রিলও অনুশীলন করবেন।

দেবীপক্ষে নারীশক্তিকে সম্মান, এই দুই মহিলা আইপিএসের হাতেই বর্তাচ্ছে বিশ্বকাপের নিরাপত্তা ভার

রাজ্য সরকার বিশ্বকাপের আয়োজনে যাতে কোনও ত্রুটি না থাকে তারজন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে যুবভারতীর নিরাপত্তা নিয়ে বিশেষ কমিটি তৈরি করেছেন যাঁর দায়িত্বে থাকছেন স্পেশাল ব্র্যাঞ্চের দুজন মহিলা অফিসার। পাপিয়া সুলতানা স্পোর্টস কম্যান্ডান্ট এবং পারুল জৈন ডেপুটি স্পোর্টস কম্যান্ডান্ট নির্বাচিত হয়েছেন। এই দুই অফিসারই যুবভারতীর সমস্ত বিষয়গুলি নজরে রাখবেন।

পাপিয়া সুলতানা ও পারুল জৈন নিজ নিজ বিভাগে অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার। মহালয়া পাড় হতেই দেবীপক্ষের শঙ্খ বেজে গেছে। তার মধ্যে এই দুই মহিলা নিজেদের পারফরম্যান্স দিয়ে বিশ্বমঞ্চে নিজেদের দেশের নাম আরও এগিয়ে নিয়ে যাবেন এমনটাই মত কলকাতা পুলিশের।

English summary
Saltlake stadium's security U_17 World cup's for will be under two lady police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X