For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০৩০ এশিয়ান গেমসের আয়োজক হতে চায় সৌদি আরব ও কাতার

২০৩০ এশিয়ান গেমসের আয়োজক হতে চায় সৌদি আরব ও কাতার

  • |
Google Oneindia Bengali News

২১তম এশিয়ান গেমসের আসর বসুক তাদের দেশে, এশিয়ার অলিম্পিক কাউন্সিল বা ওসিএ-কে এমনই আবেদন জানাল সৌদি আরব ও কাতার। এর অর্থ গেমস আয়োজনের আর্জি জানিয়ে বিড করেছে এই দুই দেশ। আবেদন দুটি গ্রহণ করেছে এশিয়ার অলিম্পিক কাউন্সিল বা ওসিএ।

২০২২-র এশিয়াড

২০২২-র এশিয়াড

২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় বসেছিল এশিয়ান গেমসের আসর। ২০২২ সালে ১৯তম এশিয়াড হবে চিনের জেজিয়াং-এ। ২০২৬ সালের এশিয়ান গেমসের আসর বসবে জাপানের নাগোয়া-তে।

২০৩০-র এশিয়াড

২০৩০-র এশিয়াড

২০৩০ সালের এশিয়াড, প্রতিযোগিতার ২১তম সংস্করণ। ইভেন্টের আয়োজক বাছতে আবেদন জমা নিচ্ছে এশিয়ার অলিম্পিক কাউন্সিল বা ওসিএ। অবশেষে কোথায় হবে ইভেন্ট, তা আগামী ওসিএ-র জেনারেল অ্যাসেম্বলিতে ঠিক হবে বলে জানিয়েছেন সংস্থার সভাপতি শেখ আহমেদ আল-ফাহাদ আল সাবাহ।

রিয়াদ ও দোহা

রিয়াদ ও দোহা

২১তম এশিয়ান গেমসের আসর বসুক তাদের দেশে, এশিয়ার অলিম্পিক কাউন্সিল বা ওসিএ-কে এমনই আবেদন জানাল সৌদি আরব ও কাতার। যথাক্রমে রাজধানী রিয়াদ ও দোহা-র জন্য বিড করেছে দুই দেশ। দুই দেশই ইভেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী।

সম্ভাবনা

সম্ভাবনা

২০০৬ সালের এশিয়ান গেমসের আসর বসেছিল কাতারের দোহাতেই। ২০২২ সালে কাতারেই বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। অন্যদিকে সৌদি আরব এখনও পর্যন্ত এশিয়াড আয়োজন করার সুযোগ পায়নি। সেক্ষেত্রে এ লড়াইয়ে জিততে তারা বদ্ধপরিকর। তবে লড়াই যে হাড্ডাহাড্ডি, তা স্পষ্ট।

মোহনবাগান সমর্থকদের ভালোবাসায় আপ্লুত আই লিগ জয়ী স্প্যানিশ কোচমোহনবাগান সমর্থকদের ভালোবাসায় আপ্লুত আই লিগ জয়ী স্প্যানিশ কোচ

English summary
Saudi Arabia, Qatar bid to host 2030 Asian Games
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X