For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেটিং কাণ্ডে স্বচ্ছ তদন্তের জন্য শ্রীনিবাসনকে সরে দাঁড়ানোর নির্দেশ দিল শীর্ষ আদালত

Google Oneindia Bengali News

বেটিং কাণ্ডে স্বচ্ছ তদন্তের জন্য শ্রীনিবাসনকে সরে দাঁড়ানোর নির্দেশ দিল শীর্ষ আদালত
নয়াদিল্লি, ২৫ মার্চ : আইপিএল বেটিং কাণ্ডে স্বচ্ছ ও স্বাধীন তদন্ত চালানোর জন্য বিসিসিআই-এর সভাপতি পদ থেকে এন শ্রীনিবাসনকে সরে যাওয়ার নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। এই ঘটনায় শ্রীনিবাসনের জামাই তথা চেন্নাই সুপার কিংসের অন্যতম মালিক গুরুনাথ মেইয়াপ্পান ও বেশকিছু ক্রিকেটার জড়িত রয়েছেন। সেই কারণেই এই নির্দেশ শীর্ষ আদালতের।

বেটিং কান্ডের নির্বাচিত তদন্ত কমিটি অর্থাৎ মুদগল কমিটি মুখ বন্ধ খামে যে রিপোর্ট শীর্ষ আদালতের কাছে জমা দিয়েছে, তার ভিত্তিতেই বিচারপতি এ কে পট্টনায়কের বেঞ্চ জানিয়েছে খুবই গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে রিপোর্টে। বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা না দিলে স্বচ্ছ তদন্ত করা সম্ভব নয়।

আগামী ২৭ তারিখের পরবর্তী শুনানির আগেই শ্রীনিবাসনকে ইস্তফা দিতে বলেছে শীর্ষ আদালত

আদালতের মতে, সঠিক উপায়ে তদন্ত চাইলে শ্রীনিবাসনকে পদ থেকে ইস্তফা দিতেই হবে। আদালত কোনও ব্যক্তির মান-মর্যাদা ক্ষুণ্ণ করতে চায় না। তবে কেন উনি পদ আঁকড়ে বসে আছেন সে বিষয়ে প্রশ্ন তোলে আদালত। বিষয়টি অত্যন্ত ঘৃণ্য বলেও ব্যাখ্যা করে বেঞ্চ।

পদ থেকে ইস্তফা না দিলে আদালত রায় শোনাবে বলেও বেঞ্চের তরফে জানানো হয়েছে। এই রিপোর্টে আইপিএল বেটিং ও স্পট ফিক্সিং কাণ্ডে ৬ ভারতীয় ক্রিকেটারের যুক্ত থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে। যা আদালতে প্রকাশ করা যাবে না। তবে রিপোর্টের কিছু অংশ বিসিসিআই কাউন্সিলকে দেখানো হবে।

আগামী ২৭ তারিখের পরবর্তী শুনানির আগেই শ্রীনিবাসনকে ইস্তফা দিতে বলেছে শীর্ষ আদালত। ইতিমধ্যেই শ্রীনিবসনের জামাই তথা চেন্নাই সুপার কিংসের অন্যতম মালিক গুরুনাথ মেইয়াপ্পানকে ইতিমধ্যেই বেটিং কেলেঙ্কারি ও দলের তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে মুদগল কমিটি।

১০ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্টে দুটি রিপোর্ট পেশ করে মুদগল কমিটি। প্রথম রিপোর্টটিতে তদন্তের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান হয় আদালতকে। তদন্ত কমিটির নিজের থেকে শাস্তি প্রদানের অধিকার নেই। তবে দ্বিতীয় রিপোর্টিতে বলা হয় ঠিক কী শাস্তি দেওয়া হবে সেই বিষয়ে মাননীয় আদালতকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেনি তদন্ত কমিটি।

English summary
SC asks Srinivasan to step down for fair probe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X