For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিভি সিন্ধুর দক্ষিণ কোরিয়ান কোচের আচমকা পদত্যাগ, কিন্তু কেন

দক্ষিণ কোরিয়ান কোচ কিম জি হুনের আচমকা পদত্যাগে বড়সড় ধাক্কা খেলেন ২০২০ টোকিও অলিম্পিকে সোনার লক্ষ্যে এগোনো বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। সমস্যায় পড়ল ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ কোরিয়ান কোচ কিম জি হুনের আচমকা পদত্যাগে বড়সড় ধাক্কা খেলেন ২০২০ টোকিও অলিম্পিকে সোনার লক্ষ্যে এগোনো বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। সমস্যায় পড়ল ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন।

পিভি সিন্ধুর দক্ষিণ কোরিয়ান কোচের আচমকা পদত্যাগ, কিন্তু কেন

সূত্র মারফত জানা গিয়েছে, কিম জি হুনের স্বামী রিটচিয়ে মার থাকেন নিউজিল্যান্ডে। সেখানে তাঁর নিউরো-অ্যাটাক হয়েছে। এই বিপদের মুহূর্তে স্বামী ও পরিবারের পাশে দাঁড়াতেই কিম ভারতের ব্যাডমিন্টন কোচের পদ ছেড়ে নিউজিল্যান্ডে ফিরে গেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

ভারতীয় শাটলারদের হতশ্রী পারফম্যান্স থেকে তুলে আনতে চলতি বছরের শুরুতে ১৯৯৪-র এশিয়ান গেমসে সোনাজয়ী কিম জি হুনকে পিভি সিন্ধু ও সাইনা নেহওয়ালদের কোচ করে আনা হয়। তাঁর কোচিংয়েই প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব ব্য়াডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন হায়দরাবাদের সিন্ধু। পদক জিতে কোচ কিম জি হুনের প্রশংসাও করেন। সিন্ধুদের অলিম্পিকে পদক দেওয়ানোই তাঁর লক্ষ্য বলে জানিয়েছিলেন কিম। তাই তাঁর পদত্যাগে স্বভাবতই হতাশ ভারতীয় শাটলাররা। কিম তৃতীয় কোচ যিনি ভারতের ব্যাডমিন্টন ফেডারেশন থেকে পদত্যাগ করলেন।

English summary
Setback for PV Sindhu as her South Korean coach Kim Ji Hyun resigns
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X