For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১২তম ভারতীয় হিসেবে অলিম্পিক কোটা নিশ্চিত শ্যুটার তেজস্বিনীর

১২তম ভারতীয় হিসেবে অলিম্পিক কোটা নিশ্চিত শ্যুটার তেজস্বিনীর

  • |
Google Oneindia Bengali News

১২তম ভারতীয় হিসেবে ২০২০ টোকিও অলিম্পিক কোটা নিশ্চিত করলেন শ্যুটার তেজস্বিনী সাওয়ান্ত। কোটা ইভেন্টের ৫০ মিটার রাইফেলের থার্ড পজিশন ফাইনালে চতুর্থ হন তেজস্বিনী। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত দেশের ক্রীড়া মহল।

১২তম ভারতীয় হিসেবে অলিম্পিক কোটা নিশ্চিত শ্যুটার তেজস্বিনীর

ফাইনালে ১২০০-র মধ্যে ১১৭১টি শ্যুট করেন তেজস্বিনী। ৪৩৫.৮ পয়েন্ট নিয়ে তিনি ফাইনালে চতুর্থ হয়ে তিনি ২০২০ টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন। যা ভারতের এই বিশ্ব চ্যাম্পিয়ন শ্যুটারের কাছে বিরাট অনুভূতি। কারণ ২০১০ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া তেজস্বিনী এর আগে কোনও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেননি। তাই এ বছর তিনি কেবল অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বেই অংশ নেন।

এর আগে ভারতের হয়ে অলিম্পিক কোটা নিশ্চিত করেছিলেন শ্য়ুটার রাহি স্বর্ণবত, অপূর্বী চান্ডেলা, অঞ্জুম মৌদগিল, সৌরভ চৌধুরী, অভিষেক বর্মা, মানু বাকর, চিঙ্কি যাদব সহ দশ জন। ২০২০ অলিম্পিক শ্যুটিং-এ এখনও পর্যন্ত সর্বাধিক ২৫টি কোটা নিশ্চিত করেছে চিন। আয়োজক জাপান ও কোরিয়া শ্যুটিং-এ ১২টি কোটা নিশ্চিত করেছেন।

English summary
Shooter Tejaswini begs berth in Tokyo Olyimpics as 12th Indian
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X