For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্যুটিং বিশ্বকাপে আরও এক সোনা, শীর্ষে শেষ করল ভারত! অলিম্পিকের টিকিট অবশ্য এল একটিই

বুধবার (২৭ ফেব্রুয়ারি) মানু ভাকের এবং সৌরভ চৌধুরী ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে স্বর্ণপদক জেতায় আইএসএসএফ বিশ্বকাপে শীর্ষস্থানে শেষ করল ভারত।

  • |
Google Oneindia Bengali News

নয়া দিল্লিতে আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপ দারুণভাবে শেষ করল ভারত। দেশকে আরও একটি স্বর্ণপদক দিলেন দুই টিনএজ শ্যুটার মানুভাকের ও সৌরভ চৌধুরি। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে এদিন ৫.৭ পয়েন্টের বিশাল ব্যবধানে জেতেন তাঁরা। ফলে মোট ৩টি সোনা জিতে হাঙ্গারির সঙ্গে যুগ্মভাবে পদকতালিকার শীর্ষে থেকে শেষ করল ভারত। তবে অলিম্পিকের টিকিট পেলেন শুধু সৌরভ একাই।

শ্যুটিং বিশ্বকাপে আরও এক সোনা, শীর্ষে শেষ করল ভারত

শ্যুটিং বিশ্বকাপের প্রথম দিনই মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে জিতে ভারতের ঘরে প্রথম সোনাটি এনে দিয়েছিলেন অপূর্বী চান্ডেলা। তার পরের দিন পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছিলেন সৌরভ চৌধুরিও। একই সঙ্গে আদায় করে নিয়েছিলেন অলিম্পিকে অংশ নেোয়ার যোগ্যতাও। ওই একটি ছাড়া আর একটিও অলিম্পিরকের টিকট জোগার করতে পারেনি ভারত।

পদক তালিকায় তৃতীয় স্থানে থাকলেও শ্যুটিং বিশ্বকাপ থেকে সবচেয়ে লাভবান হয়েছে চিন। ১টি সোনা ও ৬টি রূপো-সহ তারা মোট ১০টি পদক জিতেছে। সেই সঙ্গে টোকিও অলিম্পিকের ৫টি আসন পেয়েছে তারা।

বুধবার ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে মানু ও সৌরভ জুটি মোট ৪৮৩.৪ পয়েন্ট সংগ্রহ করেন। ৪৭৭.৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান পায় চিন, আর ৪১৮.৮ পয়েন্টে ব্রোঞ্জ জিতেছে কোরিয়া।

এয়ার পিস্তলে সোনা আসলেও ১০ মিটার এয়ার রাইফেলে ভারতের দুটি দল - রবি কুমার ও অঞ্জুম মৌদগিল এবং দীপক কুমার ও অপূর্বী চান্ডেলাদের কেউই চুড়ান্ত পর্যায়েই পৌঁছতে পারেননি।

English summary
India finished the ISSF World Cup in the top position as Manu Bhaker and Saurabh Chaudhary clinched the Gold in 10m Air Pistol Mixed event on Wednesday (27 Feb).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X