For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতিহাস লিখে রেকর্ডবুকে জিমন্যাস্টের রানি সিমোনে

বিশ্ব জিমন্যাস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ইতিহাসে, অনন্য নজির গড়লেন ২২ বছরের মার্কিন জিমন্যাস্ট তারকা সিমোনে বাইলস।

  • |
Google Oneindia Bengali News

বিশ্ব জিমন্যাস্ট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ইতিহাসে, অনন্য নজির গড়লেন ২২ বছরের মার্কিন জিমন্যাস্ট তারকা সিমোনে বাইলস।

সেতলানার কীর্তি

এর আগে এই টুর্নামেন্টে মেয়েদের মধ্যে সর্বাধিক পদক জয়ের নজির ছিল রাশিয়ান জিমন্যাস্ট সেতলানা খোরকিনার। অতীতে তিনি এই টুর্নামেন্ট থেকে ২০টি পদক জিতেছিলেন।

সেই কীর্তি ছাপিয়ে গেলেন বাইলস

সেতলানার সেই কীর্তি এবার ছাপিয়ে নয়া নজির মার্কিন জিমন্যাস্ট সিমোনে বাইলসের। মঙ্গলবার জার্মানির স্টুটগার্টে বিশ্ব জিমন্যাস্ট চ্যাম্পিয়নশিপের আসরে ২১তম পদক জিতে নেন বাইলস। জিমন্যাস্টের এই আসরে মার্কিন যুক্তরাষ্ট্রের দল প্রথম স্থান অর্জন করায় সোনা প্রাপ্তি হয়েছে সিমোনের। সব মিলিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটি সিমোনের ১৫তম সোনার পদক।

রেকর্ড থেকে দুই কদম দূরে বাইলস

বিশ্ব জিমন্যাস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে পুরুষ ও মহিলাদের মিলিয়ে সবচেয়ে বেশি পদক জয়ের রেকর্ড রয়েছে, ভিতালি সেরবোর। বেলারুসের পুরুষ জিমন্যাস্ট এই টুর্নামেন্ট থেকে ২৩টি পদক জিতেছেন। তাঁর রেকর্ড ছোঁয়া থেকে আর মাত্র ২ কদম দূরে রইলেন বাইলস

রিও-র রানি

এর আগে রিও অলিম্পিকে চারটি সোনা জিতেছিলেন বাইলস। দলগত, অল রাউন্ড, ভল্ট ও ফ্লোর এক্সারসাইজে সোনা জিতেছিলেন। আর ব্যালেন্স বিম বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন বাইলস।

English summary
Simone Biles Breaks medals record in Gymnastic World Championship 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X