For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গরিবরা কী এবার খেলাধুলো থেকেও ব্রাত্য, কী বলছে জিএসটি

স্বপ্ন ধাক্কা খেতে পারে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ক্রীড়াবিদদের। জিএসটি-র কোপে পড়তে চলেছেন তাঁরাও।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

জিএসটি জমানায় দাম বাড়তে চলেছে ক্রীড়া সরঞ্জামের। যার জেরে অসুবিধায় পড়তে চলেছেন অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অ্যাথলিটরা। অন্যদিকে বিক্রি কমে যাওয়ার আশঙ্কায় ব্যবসায়ী মহল।[আরও পড়ুন:আপনার রোজগার অনুযায়ী মাসিক খরচের হিসাবে জিএসটি কী প্রভাব ফেলবে, জেনে নিন ]

গরিবরা কী এবার খেলাধুলো থেকেও ব্রাত্য, কী বলছে জিএসটি

নতুন গুডস এন্ড সার্ভিস ট্যাক্স চালু হলেও ক্রীড়া সরঞ্জামের ওপর ২৮ % কর চালু হবে। স্কিপিংয়ের দড়ি, যোগাসনের ম্যাট, স্পোর্টস সু সব কিছুর ওপর চাপবে এই কর। যা লাক্সারি আইটেমের সঙ্গে সমান। এবং নতুন প্রচলিত কর ব্যবস্থার মধ্যে সবচেয়ে বেশি কর পড়বে এতেই। বক্সিং গ্লাভস , হাইজাম্প পোল, জ্যাভলিন, জিমন্যাস্টিক সরঞ্জাম সবকিছুরই দাম বাড়তে চলেছে। আগে এই সরঞ্জামগুলিতে ৪থেকে ৫ % কর প্রযোজ্য হত। সেটা এক ধাক্কায় এতটা বেড়ে যাওয়ায় চিন্তায় গরিব ক্রীড়াবিদরা। অন্যদিকে ক্রিকেট ব্যাট, বল, ক্যারাম, দাবা-র খেলার সরঞ্জামে সবচেয়ে বেশি ১২ % কর থাকত। ফলে তাদের দামও অনেকটাই বাড়বে এই নতুন ট্যাক্সের আওতায়।[আরও পড়ুন:গণতন্ত্রের পীঠস্থানে আজ মধ্যরাতে মহাসভা, দেখে নিন কী ঘটতে চলেছে]

পাশাপাশি করের ধাক্কায় নড়েচড়ে যাবে ব্যবসা পত্র। বিভিন্ন মাপের ব্যবসায়ীরা এতে ক্ষতিগ্রস্ত হবেন। করণ তাঁদের বিক্রিও মার খাবে। ফলে তাঁরাও নিজেদের ভবিষ্যত নিয়ে আশঙ্কায়।

English summary
Sporting equipment's price takes a new high in post GST era
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X