For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের অনুমতিতে মাঠ খোলার আগেই স্পোর্টস অফরিটি অফ ইন্ডিয়াতে কেন করোনা আতঙ্ক?

কেন্দ্রের অনুমতিতে মাঠ খোলার আগেই স্পোর্টস অফরিটি অফ ইন্ডিয়াতে কেন করোনা আতঙ্ক?

  • |
Google Oneindia Bengali News

দুর্বিপাকের ২০২০, করোনার করাল গ্রাসে কাঁপছে দেশ। ইতিমধ্যে দেশে আজ করোনা সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে। ফলে ভাইরাসের সামাজিক সংক্রমণ নিয়ে ভারত জুড়ে প্রতি মুহূর্তে উদ্বেগ আরও বাড়ছে। এবার খোলার দুনিয়ায় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ল।

কেন্দ্রের অনুমতিতে মাঠ খোলার আগেই স্পোর্টস অফরিটি অফ ইন্ডিয়াতে কেন করোনা আতঙ্ক?

১৮ মে থেকে ৩১ মে পর্যন্ত ভারতে চতুর্থ দফার লকডাউনের সময়ে স্বারাষ্ট্রমন্ত্রক খেলোয়াড়দের প্রস্তুতির জন্যে স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্সগুলি খুলে দেওয়ার অনুমতি দিয়েছে।

কেন্দ্রের অনুমতিতে মাঠ খোলার আগেই স্পোর্টস অফরিটি অফ ইন্ডিয়াতে কেন করোনা আতঙ্ক?

স্বাস্থ্যবিধি মেনেই খেলোয়াড়দের জন্য এখন মাঠের দরজা খোলা। আর এতেই এবার সাইয়েই ছড়াল করোনার আতঙ্ক। যেকারণে সাই হেডকোয়ার্টার স্যানিটাইজ করার কাজ শুরু হয়েছে।

অ্যাথলিটদের জন্যে মাঠ খুলে দেওয়া হলেও এক্ষেত্রে সেই দিক থেকে করোনা আতঙ্ক ছড়ায়নি। জানা গিয়েছে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম কমপ্লেক্সে সাইয়ের সদর দপ্তরের অফিসে এক আধিকারিক এসেছিলেন। তার আত্মীয় করোনায় আক্রান্ত বল জানা গিয়েছে।

সম্প্রতি আধিকারিকের আত্মীয়ের করোনা টেস্ট পসিটিভ ধরা পড়েছে। এরপরই সাই চত্বর জুড়ে উদ্বেগ ছড়িয়ে পরেছে। তড়িঘড়ি দপ্তর স্যানিটাইজ করার কাজ শুরু হয়েছে।

অন্যদিকে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া মঙ্গলবার তাদের পাঁচটি স্টেডিয়ামের মধ্যে অনুশীলনের জন্য দুটি স্টেডিয়াম খুলে দিয়েছে। কেন্দ্র সরকার সবুজ সঙ্কেত দেওয়ায় দেশের এই প্রথম খোলা হল স্টেডিয়াম।

আম্ফান বিধ্বস্ত পশ্চিমবঙ্গের পাশে কেকেআর, বহুবিধ সাহায্যের আশ্বাস কিং খান শিবিরেরআম্ফান বিধ্বস্ত পশ্চিমবঙ্গের পাশে কেকেআর, বহুবিধ সাহায্যের আশ্বাস কিং খান শিবিরের

English summary
sports authority of india's headquarters sanitised after Corona panic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X