For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাফ গেমসে জোড়া সোনা জয়ী তিরন্দাজ এখন শ্রমিক, অনুদান এল ক্রীড়ামন্ত্রক থেকে

২০০৮ সাউথ এশিয়ান গেমসে ভারতের হয়ে দু’টি সোনা জেতেন অশোক সোরেন। দশ বছর সেই অশোকই এখন একজন শ্রমিক। অভাব-অনটনের সংসারে কোনও ভাবে দিন কাটাচ্ছেন তিনি।

Google Oneindia Bengali News

জামশেদপুর থেকে বহু তিরন্দাজ উঠে এসেছেন একটা সময়ে। যাদের অধিকাংশই উজ্জ্বল করেছেন দেশের মুখ। যাদের মধ্যে প্রথমেই মনে আসে দীপিকা কুমারীর কথা। শুধু ভারতেরই নয়, বিশ্বের অন্যতম সেরা তিরন্দাজ মানা হয় দীপিকাকে।

সাফ গেমসে জোড়া সোনা জয়ী তিরন্দাজ এখন শ্রমিক, অনুদান এল ক্রীড়ামন্ত্রক থেকে

জামশেদপুরের দীপিকার উপর যখন বিভিন্ন সময়ই ফোকাস করে হাজার ওয়াটের আলো, তখন সকলের অলক্ষ্যেই অভাব-অনটনকে হারিয়ে যাচ্ছেন আর এক তিরন্দাজ অশোক সোরেন। অর্থের অভাবে এখন শ্রমিকের কাজ করে নিজের জীবন কাটাচ্ছেন এবং পরিবারকে টেনে নিয়ে চলেছেন অশোক। কিন্তু এমনটা মোটেও প্রাপ্য ছিল না আন্তর্জাতিক স্তরে ভারতকে সোনা এনে দেওয়া অশোকের।

২০০৮ সাউথ এশিয়ান গেমসের ভারতের হয়ে জোড়া সোনা জেতেন অশোক। মাত্র ১৮ বছর বয়সেই দেশের হয়ে জোড়া সোনা জিতে সেই সময়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। কিন্তু, সেই তারকাই অর্থের অভাবে, অভাব-অনটনের সংসারে এখন এক জন শ্রমিক মাত্র। সরকারের রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিমের অধীনে কাজ করা অশোকের অভাব নিত্য সঙ্গী।

প্রাক্তন এই তারকা বর্তামানে কতটা অসহায়, তা কানে পৌঁছতেই উদ্দ্যোগ নিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ন্যাশনাল ওয়েলফেয়ার ফান্ড থেকে প্রাক্তন এই তিরন্দাজকে পাঁচ লক্ষ থাকে অনুদান দিলেন ক্রীড়ামন্ত্রী। এর আগে অর্জুন পুরস্কার প্রাপ্ত লিম্বা রামকেও সাহায্য করা হয়েছে ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে। চলতি মাসের শুরুতেই আরও এক তিরন্দাজ গোহেলা বোরোকেও পাঁচ লক্ষ থাকা অনুদান দেওয়া হয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে।

English summary
Sports Ministry sanctioned rupees five lacks to gold medel winner archer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X