For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব মিলিটারি গেমসে সোনা জিতলেন সুবেদার

বিশ্ব মিলিটারি গেমস ২০১৯ এ তিন তিনটি সোনা জিতলেন প্যারা অ্যাথলিট সুবেদার আনান্দান গুনাসেকরণ। ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার ইভেন্টে সোনা জিতলেন মাদ্রাসের এই অ্যাথলিট

  • |
Google Oneindia Bengali News

বিশ্ব মিলিটারি গেমস ২০১৯ এ তিন তিনটি সোনা জিতলেন প্যারা অ্যাথলিট সুবেদার আনান্দান গুনাসেকরণ। ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার ইভেন্টে সোনা জিতলেন মাদ্রাজের এই অ্যাথলিট।

বিশ্ব মিলিটারি গেমসে সোনা জিতলেন সুবেদার আনান্দান

এর আগে হ্যান্ডিস্পোর্ট ওপেন প্যারিস ২০১৯ এর আসরে ২০০ মিটার রেসে সোনা জিতেছেন সুবেদার। যার সুবাদে পরের বছরের টোকিও প্যারা অলিম্পিকের(২০২০) আসরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে শিরোনামে উঠে আসেন। এবার বিশ্ব মিলিটারি গেমসের আসরে তিন ইভেন্টে তিনটি সোনা জিতে ফের শিরোনামে তিনি।

প্রসঙ্গত ২০০৮ সালে এক বিস্ফোরণে পায়ের নীচের অংশ হারান এই অ্যাথলিট। বাঁ-হাঁটুর নিচের অংশে সেবছরই সুবেদারের অস্ত্রোপচার হয়। এরপর থেকে প্যারাঅ্যাথলিট হিসেবে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন তিনি। ২০১৫ সালে কলম্বোর মাটিতে অনুষ্ঠিত শ্রীলঙ্কান আর্মি প্যারা গেমসের অংশ নিয়েছিলেন। ভারতীয় আর্মি ও প্যারাঅলিম্পিক কমিটির স্পনসরশিপে এই টুর্নামেন্টে গিয়ে অবশ্য হতাশ করেননি আনান্দান। টুর্নামেন্টের ১০০ মিটার ইভেন্টে রুপো ও ২০০ মিটার ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি।

শুধু তাই নয়, ভারতের প্রথম প্যারা অ্যাথলিট হিসেবে টি-৪৪ ক্যাটাগরিতে প্যারা অ্যাথলিট গেমসে এশিয়ান রেকর্ড ভাঙেন সুবেদার।

English summary
Subedar Anandan wins three gold medals at World Military Games
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X