For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সাইকেল গার্ল' জ্যোতির পাশে সুপার ৩০! সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আনন্দ কুমার

'সাইকেল গার্ল' জ্যোতির পাশে সুপার ৩০! সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আনন্দ কুমার

  • |
Google Oneindia Bengali News

করোনা লকডাউনে আটকে পড়ে ঘরে ফেরার আর কোনও পথ না পেয়ে বাবাকে নিয়ে সাইকেলে ১২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল সে। টানা সাতদিন বাবাকে নিয়ে সাইকেল চালিয়ে ঘরে ফিরেছিল জ্যোতি কুমারী।

বাবা অসুস্থ, তাই পিছনে চাপিয়ে যাত্রা শুরু!

বাবা অসুস্থ, তাই পিছনে চাপিয়ে যাত্রা শুরু!

সাত দিনে ১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে গুরুগ্রাম থেকে বিহারের বাড়িতে ফিরেছিল ১৫ বছর বয়সী জ্যোতি। সেই খবর প্রকাশ পাওয়ার পর ভারতের সাইকেল ফেডারেশন ১৫ বছরের কিশোরীকে ট্রায়ালের জন্য ডেকে পাঠাবে বলে স্থির করে। ট্রায়ালে পাশ করলে জ্যোতি জাতীয় সাইক্লিনিং অ্যাকাডেমিতে ট্রেনিংয়ে সুযোগ পাবে বলে জানানো হয়েছিল। এবার ভারতের সাইকেল গার্লের পাশে সুপার ৩০!

জ্যোতিকে সাহায্য করতে চান আনন্দ কুমার

জ্যোতিকে সাহায্য করতে চান আনন্দ কুমার

করোনার কারণে ম্যারাথন লকডাউনে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের খবর বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। এর মাঝে জ্যোতির ৭ দিন ধরে সাইকেল চালিয়ে অসুস্থ বাবাকে নিয়ে ঘরে ফেরার কাহিনী ছড়িতে পড়তে তাঁর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এলেন আনন্দ কুমার।

নিখরচায় আইআইটি পড়ার সুযোগ

নিখরচায় আইআইটি পড়ার সুযোগ

সুপার ৩০-র প্রতিষ্ঠাতা আনন্দ কুমার সাইকেল গার্ল জ্যোতিকে নিখরচায় আইআইটি-র জন্য পড়াতে চান বলে ট্যুইট করেছেন। সুপার ৩০ প্রতিষ্ঠাতা ও নামী গণিতবিদ আনন্দ কুমার জানিয়েছেন, বাবাকে সাইকেলে চড়িয়ে গুরুগ্রাম থেকে বিহারের দ্বারভাঙা নিয়ে আসা জ্যোতি কুমারীকে বিনা মূল্যে আইআইটি-জয়েন্ট এন্ট্রান্সের কোচিং দিতে চান তিনি। জ্যোতি কুমারীকে সুপার ৩০-র তরফে তাদের কাছে টিউশন পড়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

জ্যোতির প্রশংসায় সব মহল

জ্যোতির প্রশংসায় সব মহল

করোনা লকডাউনে অষ্টম শ্রেণীর ছাত্রীর সাইকেল চালানোর এই কাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই চর্চা শুরু। জ্যোতি বলেছেন যাত্রার সময় কোনও গাড়ি পিছন থেকে যেন তাদের ধাক্কা না মারে সেই ভয় কাজ করছিল। জ্যোতি আরও বলেছেন যে, রাতেও হাইওয়েতে সাইকেল চালিয়েছেন। রাতে পরিযায়ী শ্রমিকরা দল বেঁধে রাস্তা দিয়ে যাচ্ছিল। এতে সেও সাহস করে সাইকেল চালিয়ে পথ পার করেছে। এই খবর প্রচার পেতে বহু মানুষ এখন জ্যোতির পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছেন। সেই তালিকায় এবার জুড়লেন আনন্দ কুমার। বিনা খরচে পড়াশুনো করার বড় সুযোগ পলেন ভারতের সাইকেল গার্ল জ্যোতি কুমারী।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক তকমা হারাবে ভারত! জবাব দিল বিসিসিআই২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক তকমা হারাবে ভারত! জবাব দিল বিসিসিআই

English summary
Super 30 founder Anand Kumar offers free IIT coaching to cycle girl Jyoti Kumari who drive 1200 km by 7 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X