For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দেউলিয়া' হলেন কিংবদন্তি বেকার, ঘোষণা লন্ডন আদালতের

টেনিস তারকা বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করল ব্রিটিশ আদালত।

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন কিংবদন্তি টেনিস তারকা বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করল ব্রিটিশ আদালত। এই ঘটনায় বিস্মিত ও হতাশ বলে একাধিক টুইটে জানিয়েছেন বরিস বেকার।

জানা গিয়েছে, বেকারকে দেউলিয়া ঘোষণা করেছে লন্ডনের একটি আদালত। ২০১৫ সালে বেসরকারি ব্যাঙ্ক আর্বাথনট ল্যাথম অ্যান্ড কোংয়ের থেকে ঋণ নেন বেকার। যা তিনি শোধ করতে পারেননি। শেষদিকে বেকারের আইনজীবী একমাসের মধ্যে ঋণশোধের কথা বলেন। সেজন্য আদালতের কাছে সময়ও চেয়ে নেন।

'দেউলিয়া' হলেন কিংবদন্তি বেকার, ঘোষণা লন্ডন আদালতের

তবে প্রাক্তন টেনিস তারকার সেই অনুরোধ মানা হয়নি। এবং সব আবেদন নাকচ করে সরাসরি দেউলিয়া ঘোষণা করে দেওয়া হয়েছে। এই নির্দেশ স্থগিত করতে ফের বেকার আদালতে আবেদন করবেন বলে জানা গিয়েছে।

বরিস বেকার প্রাক্তন জার্মান টেনিস খেলোয়াড়। মোট ৯টি গ্র্যান্ডস্লাম সিঙ্গলস জিতেছেন তিনি। এছাড়া একসময়ে বিশ্বের এক নম্বর তারকাও ছিলেন। মাত্র ১৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে গ্র্যান্ডস্লাম জেতেন তিনি যে রেকর্ড আজও অটুট। ২০১৩ সাল থেকে তিনবছর নোভাক জোকোভিচের কোচ ছিলেন তিনি। এই মুহূর্তে বিশেষজ্ঞ হিসাবে কমেন্ট্রি বক্সে ফিরেছেন ৪৯ বছরের বরিস বেকার।

English summary
'Surprised and disappointed,' says Boris Becker after being declared bankrupt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X