For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারী দিবসেই প্রতীক্ষার অবসান! বাংলার স্বপ্নার জন্য 'বিশেষ উপহার' এল অ্যাডিডাসের থেকে

আন্তর্জাতিক নারী দিবসে এশিয়াডের স্বর্ণপদক বিজয়ী স্বপ্না বর্মন অ্যাডিডাস সংস্থা থেকে অবশেষে কাস্টমাইজড কাস্টমাইজড জুতো পেলেন।

  • |
Google Oneindia Bengali News

অবশেষে নারী দিবসেই পূর্ণ হল এশিয়াডে সোনা জয়ী হেপ্টাথলিট স্বপ্না বর্মণের আবদার। তাঁর পায়ে ছটি আঙুল। এতদিন কষ্ট করে সাধারণ জুতোতে পা ঢুকিয়ে খেলা চালাতে হত। এশিয়াডে সোনা জয়ের পর তিনি প্রথমেই জানিয়েছিলেন তাঁর একজোড়া যুৎসই জুতো চাই। অ্যাডিডাস সংস্থা সেই ভার নিয়েছিল। অবশেষে নারী দিবসের দিনই এল সেই বিশেষ জুতো।

বাংলার স্বপ্নার জন্য অ্যাডিডাস পাঠাল বিশেষ উপহার

তাঁর সেই আবদার পূরণের জন্য অ্যাডিডাস সংস্থা তাঁকে জার্মানীর হার্জগেনাওরাখ-এ 'অ্যাথলিট সার্ভিস ল্যাব'-এ নিয়ে গিয়েছিল। সেখানে নানা রকম বিশ্লেষণ করা হয়। তারপর থেক বেশ কয়েকটি প্রোটোটাইপ স্বপ্নাকে পাঠিয়ে ফিডব্য়াক নেওয়া হয়। অবশেষে নিখুঁত হয়েছে তাঁর সেই জুতো।

নতুন জুতো পেয়ে খুবই উত্তেজিত স্বপ্না। তিনি ইতিমধ্যেই নতুন জুতো পায়ে অনুশীলন শুরু করেছেন। তিনি জানিয়েছেন এবার ব্য়থার কথা ভুলে পুরো মনটা পারফরম্যান্স ভাল করায় দিতে পারবেন। তিনি আরও জানান, তিনি কোনওদিন ভাবেননি, শুধুমাত্র তাঁর জন্য আলাদা করে একটি জুতো তৈরি করা হবে।

এর আগে সাইয়ের ডিরেক্টর জেনারেল নীলম কাপুর জানিয়েছিলেন, স্বপ্নার আবদার জেনে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর জাকার্তা থেকেই তাঁদের নির্দেশ দিয়েছিলেন কাস্টমাইজ্ড জুতোর ব্যবস্থা করার জন্য। তাঁরা বিষয়টি অ্যাডিডাস সংস্থাকে জানিয়েছিলেন। তারপর দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে।

English summary
Asiad gold medalist Swapna Barman finally received customised footwear by Adidas on international women's day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X