For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বপ্না-র সাফল্যে মা-এর আকুতি, সামনে এল অসাধারণ মা-এর অন্তরের ছবি, যা এই মুহূর্তে চর্চায়

সমস্ত প্রতিকূলতা পেরিয়ে এ এক স্বপ্ন-পূরণ। জীবন আসলে কখন কোন খেল দেখায় তার কূল-কিনারা পাওয়া যায় না। এখন এই দর্শনটা আরও ভালোভাবে অনুধাবন করতে পারছেন বাসনা বর্মণ।

Google Oneindia Bengali News

সমস্ত প্রতিকূলতা পেরিয়ে এ এক স্বপ্ন-পূরণ। জীবন আসলে কখন কোন খেল দেখায় তার কূল-কিনারা পাওয়া যায় না। এখন এই দর্শনটা আরও ভালোভাবে অনুধাবন করতে পারছেন বাসনা বর্মণ। জলপাইগুড়ির এক চিলতে ঘর। টিন দিয়ে চারপাশ মোড়া। ঠাকুর দালানটা অবশ্য পাকাপোক্ত কংক্রিটের করা গিয়েছে। তবু সংসারে এখন স্বচ্ছলতা এসেছে।

এক অনবদ্য মা-এর কাহিনি, যা দেখা উচিত

একটা সময় দু'বেলা ছেলে-মেয়েকে কী খাওয়াবেন তা ভেবেই কূল-কিনারা করতে পারতেন না বাসনা বর্মণ এবং তাঁর স্বামী। আসলে হিন্দুদের একটা বিশ্বাস পখরভাবে আছে যে সবই ভগবানেরই ইচ্ছা। তাই বাসনা বর্মণের বিশ্বাস আজ তাঁর মেয়ে স্বপ্না যে বিশ্ব-আঙিনায় দেশকে গর্বিত করছেন তাও ওই ভগবানের ইচ্ছে। তাই মেয়ে এশিয়ান গেমসে সোনা জিততেই কাঁদতে কাঁদতে ছুটে গিয়েছিলেন ঠাকুর দালানে। সেখানে গিয়ে যে সষ্ঠাঙ্গে আঁছড়ে পড়েছিলেন দেবীমূর্তির পায়ে। সমানে ধন্যবাদ দিয়ে যাচ্ছিলেন 'মা' রূপী দেবীকে।

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FmyKhelBengali%2Fvideos%2F413454212520971%2F&show_text=0&width=560" width="560" height="308" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

জীবন সংগ্রামে এক নাছোড় লড়াই-এ নেমেছিলেন বাসনা ও তাঁর স্বামী। রিক্সাচালক স্বামী আচমকাই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়লে আরও সংকট যেন ঘনিয়ে এসেছিল। খুবই কঠিন ছিল সে জীবন। আর বাস্তবতার এই রূঢ়তা যেন বাসনার মেয়ে স্বপ্নাকে মানসিকভাবে শক্তিশালী করে দিয়েছিল। তাই শত-শারীরিক ও মানসিক এবং অর্থনৈতিক বাধাকে টপকেও পৌঁছেচেন এশিয়ান গেমসের আসরে। এশিয়ান গেমসে হেপ্টাথেলনে প্রথম ভারতীয় মহিলা হিসাবে সোনা জিতে ইতিহাসে নাম তুলে ফেলেছেন স্বপ্না বর্মণ। পায়ে রয়েছে ছ'টা করে আঙুল। রয়েছে চোটের সমস্যা। এমনকী, চোয়ালেও রয়েছে চোট। তবু থামেননি স্বপ্না বর্মণ। মুখে কালারিং প্লাস্টার করেই অদম্য মানসিকতায় ছুঁয়েছেন শ্রেষ্টত্বের শিখর। এহেন মেয়ের কীর্তিতে মা যে গৌরাম্বিত হবেন তাতে আশ্চর্যের কিছু নেই। তাই মেয়ের সাফল্যের নজির প্রত্যক্ষ করে আবেগ আর ধরে রাখতে পারেননি বাসনা।

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FVirenderSehwag%2Fvideos%2F1713141902130854%2F&show_text=0&width=560" width="560" height="308" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

স্বপ্না বর্মণের মা-এর এই আবেগ ছুঁয়ে গিয়েছে বহুজনকে। ফেসবুকে ছড়িয়ে পড়েছে সন্তান-এর জন্য মা-এই আনন্দাশ্রুর ভিডিও। এমনকী, খোদ প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগও এই ভিডিও-টি ফেসবুকে আপলোড করে ছড়িয়ে দিয়েছেন।

এক অনবদ্য মা-এর কাহিনি, যা দেখা উচিত

English summary
This video had taken on 29th August in Jalpaiguri. Swapna Barman's mother busted in emotion and ran to the home temple for prayer to almighty. &#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X