For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের জের, টোকিও অলিম্পিকের ভবিষ্যত নির্ধারণ ৩ মাসে, ভাবনা বাতিলেরও!

করোনা ভাইরাসের জের, টোকিও অলিম্পিকের ভবিষ্যত নির্ধারণ ৩ মাসে, ভাবনা বাতিলেরও

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের দাপটে জাপানের রাজধানী টোকিও-তে আদৌ অলিম্পিকের আসর বসবে কিনা, তা আর তিন মাসের মধ্যে ঠিক হবে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির তরফে সময় চেয়ে নেওয়া হয়েছে। এই ইস্যুতে অযথা ভুয়ো খবর ছড়াতেও নিষেধ করেছে আইওসি।

কবি সুকান্ত

কবি সুকান্ত

কবি সুকান্ত ২০০০ টাকার নোটে দেখছেন ঝলসানো রুটি।

কবে শুরু অলিম্পিক

কবে শুরু অলিম্পিক

জাপানের টোকিও-তে চলতি বছরের ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা গ্রেটেস্ট শো অফ দ্য আর্থ, অলিম্পিকের। ৯ অগাস্ট পর্যন্ত তা চলবে বলে সূচি তৈরি করা হয়েছে। তাতে অংশ নেবেন বিশ্বের ১১ হাজার অ্যাথলিট। টোকিও-তেই ২৫ অগাস্ট থেকে শুরু হতে চলা প্যারা-অলিম্পিকে ৪৪০০ অ্যাথলিটের অংশ নেওয়ার কথা। কিন্তু সেই সময় টোকিও-তে আদৌ অলিম্পিক আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অতুলপ্রসাদ

অতুলপ্রসাদ

মায়ের দেওয়া মোটা কাপড়ের বদলে এবার মোদীর দেওয়া ২০০০ টাকার নোট মাথায় তুলছেন অতুলপ্রসাদ।

করোনা ভাইরাসের থাবা

করোনা ভাইরাসের থাবা

চিনে করোনা ভাইরাসের দাপট মাত্রা ছাড়িয়েছে। সে দেশে ইতিমধ্যেই ২৬৬৩ জন মানুষের মৃত্য হয়েছে বলে খবর। আক্রান্তের সংখ্যা প্রায় আশি হাজার। চিনের পাশাপাশি করোনা থাবা বসিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে। এই পরিস্থিতিতে টোকিও-তে অলিম্পিক আয়োজন করা কতখানি বুদ্ধিমানের কাজ হবে, তা ভেবে অস্থির হচ্ছে বিশ্ব।

কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম

শেষে কিনা লকারই ভেঙে ফেলছেন বিদ্রোহী কবি?

তবে কি এবারও বাতিল

তবে কি এবারও বাতিল

উল্লেখ্য ১৯৪০ সালে জাপানের টোকিও-তে অলিম্পিকের আসর বসার কথা ছিল। কিন্তু সেবারও সেই প্রতিযোগিতা ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও চিন-জাপান লড়াই ছিল তার প্রেক্ষাপট। ১৮৯৬ সালে যুদ্ধের জন্যই বাতিল করা হয়েছিল গ্রেটেস্ট শো অফ দ্য আর্থ। ১৯৭৬-র মন্ট্রিল, ১৯৮০-র মস্কো ও ১৯৮৪-র লস অ্যাঞ্জেলেস অলিম্পিক বয়কটের শিকার হয়েছিল। তবে এবারের বিষয়টি আলাদা বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কর্তা ডিক পাউন্ড, যিনি ১৯৭৮ সাল থেকে এই কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।

রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর

গানের বদলে নোট? এতো নতুন ঘোঁট

সরিয়ে নেওয়া কঠিন

সরিয়ে নেওয়া কঠিন

ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কর্তা ডিক পাউন্ডের কথায়, যুদ্ধকালীন তৎপরতায় টোকিও থেকে অলিম্পিক তুলে নেওয়া হলেও কম সময়ে পরিবর্তিত স্থান নির্ধারণ করা কঠিন হবে। তবে এভাবে গেম আয়োজন করা সম্ভব নয় বলেও জানিয়েছেন ওই আইওসি কর্তা।

জগদীশচন্দ্র বসু

জগদীশচন্দ্র বসু

উদ্ভিদের পাশাপাশি নোটেরও প্রাণ আবিষ্কার করে ফেললেন আচার্য জগদীশচন্দ্র বসু।

স্বামী বিবেকানন্দ

স্বামী বিবেকানন্দ

শিকাগো নয়, এই বাণী স্বামীজির স্বর্গের বাণী।

নেতাজি

নেতাজি

সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দরকারের কথাটা কিন্তু নেতাজিই বলেছেন।

English summary
There are three months to decide the future of Tokyo Olympics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X