For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হারানোর বছর ২০২০! এবার খেলার জগতে আঁধার, প্রয়াত কিংবদন্তি অলিম্পিয়ান

হারানোর বছর ২০২০! এবার খেলার জগতে আঁধার, প্রয়াত কিংবদন্তি অলিম্পিয়ান

  • |
Google Oneindia Bengali News

হারানোর বছর ২০২০! বিনোদন থেকে খেলার দুনিয়ায় এবছর ফ্যানেরা একাধিক খ্যাতনামা ব্যক্তিদের হারিয়েছে। এবার সেই তালিকায় জুড়ে গেল ভারতের প্রাক্তন কিংবদন্তি হকি তারকা বলবীর সিংহ সিনিয়রের নাম।

না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি

না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি

চণ্ডীগড়ে আজ সোমবার ৯৫ বছর বয়সে ভারতের প্রাক্তন এই কিংবদন্তি খেলোয়াড় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২ সপ্তাহেরও বেশি সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বলবীর।

দীর্ঘ অসুস্থতা

দীর্ঘ অসুস্থতা

৮ মে অসুস্থতার কারণে বলবীরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।নিউমোনিয়ায় আক্রান্ত হলে চন্ডীগড় হাসপাতালে ভর্তি হন বলবীর। করোনা সংক্রমণে সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বুকে ব্যথা অন্যতম লক্ষণ। সেজন্যে কোনও ঝুঁকি না নিয়ে তাঁর করোনা পরীক্ষাও করা হয়। সেই নিয়ে আরও উদ্বেগ বাড়ে।

করোনা রিপোর্ট

করোনা রিপোর্ট

রিপোর্টে ডাক্তাররা অবশ্য স্বস্তির খবর শোনান। বলবীর সিংয়ের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তারপরও ২ সপ্তাহের বেশি সময় ধরে তিনি একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন।

পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন

পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন

১৮ তারিখ থেকে মস্তিষ্কে রক্ত জমাট বাধায় সেমি কোমাটোজ অবস্থায় ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান। তিনবার অলিম্পিকে ভারতকে সোনা এনে দেওয়া প্রবাদপ্রতিম হকি তারকা বলবীর সিংহ আজ না ফেরার দেশে চলে গেলেন।

 হারানোর বছর ২০২০

হারানোর বছর ২০২০

হারানোর বছর ২০২০ সালে এর আগে খেলার দুনিয়া থেকে ভারতের দুই ফুটবল কিংবদন্তি পি কে বন্দ্যেপাধ্যায় ও চুনী গোস্বামীকে হারিয়ে পিতৃহারা ভারতীয় ফুটবল। বিনোদন জগৎ থেকে অন্যদিকে এবছর ফ্যানেরা ইরফান খান, ঋষি কাপুরকে হারিয়েছে। এবার হকিতে বলবীরকে হারালো ভারত। দুঃস্বপ্নের ২০২০ সালে হারানোর সংখ্যা এভাবেই যেন একে একে বেড়েই চলেছে।

English summary
Three time Olympic Gold medal winning Hockey Legend Balbir Singh Dies at 95
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X