For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থেমে গেল ত্রিণাঙ্কুরের লড়াই, মর্মান্তিক মৃত্যু বাংলার সেরা ডাবলস শাটলারের

সোমবার মৃত্যু হল বাংলার এক নম্বর ডাবলস ব্যাডমিন্টন খেলোয়াড় ত্রিনাঙ্কুর নাগ-এর। রেলের কারশেডে কাজ করার সময় তিনি তড়িতাহত হন।

  • |
Google Oneindia Bengali News

সোমবার মাত্র ২৬ বছর বয়সে চলে গেলেন বাংলার সেরা ডাবলস খেলোয়াড় তৃণাঙ্কুর নাগ। খেলার দৌলতেই তিনি রেলের চাকরি পেয়েছিলেন। আর সেখানে কাজ করতে গিয়েই তিনি চরম দুর্ঘটনার মুখে পড়েন।

থেমে গেল ত্রিনাঙ্কুরের লড়াই, মর্মান্তিক মৃত্যু বাংলার সেরা ডাবলস শাটলারের

জানা গিয়েছে ইস্টার্ণ রেলের কাঁকুড়গাছি কারশেডে কাজ করার সময় আচমকাই তাঁর গায়ের উপর একটি হাইটেনশন ওভারহেড তার পড়ে যায়। তার অভিঘাতে প্রায় ঝলসে গিয়েছিল তাঁর শরীর। এরপর তাঁকে রেলের বি আর সিংহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু সোমবার সন্ধ্যায় থেমে যায় তাঁর লড়াই।

তাঁর এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার হারিন্দ্র রাও। তিনি জানান, তৃণাঙ্কুর রেলওয়ে পরিবারের একজন ছিলেন। সঙ্গে তিনি এও জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে রেলের তরফে। যদি দেখা যায় কোনও ব্যাক্তির ভুলে হারাতে হল এই প্রতিভাবান খেলোয়াড়কে, তাহলে তাকে শাস্তি পেতে হবে।

স্পোর্টস কোটায় রেলে চাকরি পাওয়ার পর গত ৪-৫ বছর ধরে ওই কাঁকুড়গাছি কারশেডেই কাজ করতেন তিনি। বাবা-মায়ের একমাত্র সন্তান তৃণাঙ্কুর ২০১১ সালে ভারেতর অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে মরিশাসে এক আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন।

বর্তমানে তিনি বাংলার সেরা ডাবলস খেলোয়াড় ছিলেন। জুনিয়র ও সিনিয় পর্যায়ে দীর্ঘদিন ধরে তিনি বাংলার প্রতিনিধিত্ব করেছেন। তবে শুধু ব্যাডমিন্টনই নয়, যে কোনও রকম খেলার বিষয়েই আগ্রহী ছিলেন তৃণাঙ্কুর। তাঁর এই মর্মান্তিক পরিণতিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বাংলার ব্যাডমিন্টন মহলে।

English summary
Bengal's number one doubles badminton player Trinankur Nag died on Monday. He was electrocuted while working in a railway car shed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X