For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের একবার মায়ের চোখে জল দেখতে চান এশিয়াডে বাংলার মুখ তৃষা

এশিয়াডে সোনা ছাড়া কিছুই ভাবছেন না বাংলার অন্যতম সফল তিরন্দাজ তৃষা দেব। দুঃখ এবং অভাবকে ভিত্তি করে প্রতিনিয়ত বেড়ে ওঠা তৃষা তাই আর হতাশ হাতে ফিরতে নারাজ। এশিয়ান গেমস থেকে শুধু সোনাই লক্ষ্য তৃষার।

Google Oneindia Bengali News

আর এক সপ্তাহও বাকি নেই। ১৮ অগস্ট থেকে জাকার্তায় বসতে চলেছে ১৮তম এশিয়ান গেমসের আসর। যেখানে তৈরি হবে একাধিক ইতিহাস, ভাঙবে একাধিক রেকর্ড। কোনও স্বপ্ন পাবে বাস্তবের রূপ, কোনও স্বপ্ন রয়ে যাবে অধরাই।

ফের একবার মায়ের চোখে জল দেখতে চান এশিয়াডে বাংলার মুখ তৃষা

অধরা স্বপ্নকে বুকে আঁকড়ে অপেক্ষা করতে হবে আরও কিছু বছরের। কিন্তু সে প্রতীক্ষা করতে রাজি নয়, বাংলার অন্যতম সফল তিরন্দাজ তৃষা দেব। দুঃখ এবং অভাবকে ভিত্তি করে প্রতিনিয়ত বেড়ে ওঠা তৃষা তাই আর হতাশ হাতে ফিরতে নারাজ। এশিয়ান গেমস থেকে শুধু সোনাই লক্ষ্য তৃষার।

এদিন তৃষার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'অভাবের সংসারে একটা ধনুক কেনা স্বপ্ন ছিল আমাদের। কোনও মতে ২৫ হাজার টাকা জোগাড় করে একটা ধনুক কিনে দিয়েছিল মা।'
তাঁর আরও সংযোজন, 'আমার সাফল্যে মা কেঁদে ফেলে, আর হতাশ হয়ে যখন আমি কেঁদে ফেলি মা চোখের জল মুছিয়ে এগিয়ে যাওয়ার জন্য সমর্থ জোগায়। আমি চাই মা আরও একবার কাঁদুক এবং তা জাকার্তায় সোনা জেতার পর।'

২৭ বছর বয়সেই ভারতের মুখ হয়ে ওঠা এই বঙ্গ তনয়ার ঝুলিতে রয়েছে একাধিক পদক। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো, এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা, সদ্য সমাপ্ত বার্লিন বিশ্বকাপে রূপো। চার বছর এশিয়ান গেমসে কম্পাউন্ড তিরন্দাজিতো জোড়া ব্রোঞ্জও জিতেছিলেন তৃষা।

অন্য দিকে, এশিয়ান গেমসে সোনাই পাখির চোখ করছে ভারতীয় পুরুষ হকি দল। ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং জানিয়েছেন এই কথা। গত মাসে পেনাল্টি শুট-আউটে ব্যর্থ হয়ে রানার্স হতে হয়েছে ভারতকে। তবে, এবার রানার্স নয়, চ্যাম্পিয়নের খেতাবই পাখির চোখ ভারতীয় হকি দলের। ভারত অধিনায়কের কথায় টোকিও অলিম্পিকের যোগ্য অর্জন করাই তাঁদের প্রধান লক্ষ্য। এবং এশিয়ান গেমসে সোনা জয় ছাড়া অন্য কোনও কথাই ভাবছে ভারতীয় হকি দল।

English summary
Trisha Deb wants to win Gold in Asian Games 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X