For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের কঠিন প্রতিযোগিতা, চাপ নিচ্ছেন না 'বার্বি ডল' 'দীপা কর্মকার

বাকু ও দোহায় পর পর দুটি বিশ্বকাপে অংশ নেবেন দীপা কর্মকার। তার আগে তিনি বলেছেন প্রতিযোগিতা খুব কঠিন কিন্তু তাঁর কোনও চাপ নেই।

Google Oneindia Bengali News

প্রথমে আজারবাইজানের বাকু তারপর কাতারের দোহা, আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন আয়োজিত পর পর দুটি বিশ্বকাপেই অংশগ্রহণ করবেন ভারতীয় জিমন্যাস্টিক্স-এর রাণি দীপা কর্মকার। ১৪ মার্চ শুরু হচ্ছে প্রথম প্রতিযোগিতা। তার আগে দীপা জানালেন প্রতিযোগিতা সবসময়ই কঠিন, কিন্তু তিনি কখনই চাপ নেন না।

প্রতিযোগিতা অত্যন্ত কঠিন, দীপা বলছেন চাপ নেই

সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিযেছএন, ট্রেনিং ভাল হয়েছে। আগরতলাতেই পুরো সময়টায় ছিলেন। জানেন সামনে পথটা বন্ধুর, তবু তিনি হাসি মুখে বলছেন কোনও চাপই নেই।

তিনি বলেছেন, সব ক্রীড়াবিদেরই পারফরম্যান্সের ওঠা-নামা থাকে। সেটাকে মেনে নিতে হয়। তিনি বলছেন, এশিয়াডে ভাল পারফর্ম করতে না পেরেও তিনি কোনও চাপ অনুভব করেননি। তবে খুব খারাপ সময় কেটেছে অপারেশনের পরের দুই বছর।

সেই সময়ে অনুশীলন করতে পারেননি। ম্যাটের বাইরে কাটাতে হয়। দীপা বলেছেন, যে কোনও ক্রীড়াবিদের কাছেই খেলা থেকে দূরে থাকাটাই সবচেয়ে কঠিন।

গত ৯ মার্চ পুতুল প্রস্তুত কারক বার্বি সংস্থার ৬০তম প্রতিষ্ঠা দিবসে সংস্থা ছঠিক দীপার মতো দেখতে একটি বার্বি ডল বের করেছে। সংস্থার 'শিরো' উদ্যোগের অংশ এটি। দীপা তা নিয়ে বেজায় খুশি। তিনি জানিয়েছেন পুতুলটি তাঁর মতো চুলে ক্লিপ পরেছে দেখে তিনি বিস্মিত হয়ে গিয়েছিলেন।

English summary
Dipa Karmakar is going to participate in 2 World Cups at Baku and Doha respectively. Before that, she said competition is very tough but she doesn't feel pressurised. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X