For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিংয়ে নামার আগেই হুঙ্কার বিজেন্দ্র সিংয়ের, বিজেন্দ্রকে ভিডিও মেসেজে শুভেচ্ছা ভাইচুংয়ের

শনিবার ফের বিজেন্দ্র সিংয়ের প্রো বক্সিংয়ের লড়াই। প্রতিপক্ষ চিনের জুলপিকার মাইমাইতিয়ালি। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

শনিবার আরব সাগরের তিরে ধুন্ধুমার লড়াই। পেশাদের রিংয়ে নিজের নবম লড়াইতে নামবেন বিজেন্দ্র সিং। প্রতিপক্ষ চিনের জুলপিকার মাইমাইতিয়ালি।

আরব সাগরের তিরে লড়বেন বিজেন্দ্র

ইতিমধ্যেই প্রতিপক্ষকে নকআউট করার হুঙ্কার ছেড়েছেন তিনি। নিজের আটিট বাউটের মধ্যে সাতটিতেই নকআউট করেছেন প্রতিপক্ষকে। এই মুহূর্তে ডাব্লু বিও এশিয়া প্যাসিফিক সুপার মিডল ওয়েট চ্যাম্পিয়নের খেতাব রয়েছে তাঁর দখলে।

চিনা প্রতিপক্ষকে এভাবেই উড়িয়ে দিতে চান বিজেন্দ্র

তবে প্রতিপক্ষের দখলেও রয়েছে ডাব্লু বি ও ওরিয়েন্টাল সুপার মিডলওয়েট চ্যাম্পিয়নের খেতাব। মুম্বইয়ের রিংয়ে যিনিই জিতবেন তাঁর দখলে চলে আসবে দ্বিতীয় খেতাবটিও। জুলপিকারের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিজেন্দ্র সিং জানিয়েছেন, ' জুলপিকার নতুন এবং তরুণ, ম্যাচ চলাকালীন ও অনেক ভুল করবে। অ্যামচারে ওঁর কোনও অভিজ্ঞতা নেই।' বিজেন্দ্র-র মতে এটাই তাঁর শক্তি হতে চলেছে। বিজেন্দ্র-র মত জুলপিকার তাঁর কাছে নেহাতই বাচ্চা। বেজিং অলিম্পিক্সে পদকজয়ী বিজেন্দ্র সিংয়ের মত এতদিনের পেশাদারি লড়াইয়ে জুলপিকারই সবচেয়ে সহজ প্রতিপক্ষ।

এদিকে বিজেন্দ্র সিংকে রিংয়ে নামার আগে শুভেচ্ছা পাঠিয়েছেন ভাইচুং ভুটিয়া। তাঁর মতে এশিয়া প্যাসিফিক চ্যাম্পিয়ন হওয়া বিজেন্দ্র ওরিয়েন্টাল মিডল ওয়েট খেতাবও ভারতে নিয়ে আসবেন।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Thank u brother <a href="https://twitter.com/bhaichung15">@bhaichung15</a> 🙏🏽 <a href="https://t.co/q2YOVFVL8D">pic.twitter.com/q2YOVFVL8D</a></p>— Vijender Singh (@boxervijender) <a href="https://twitter.com/boxervijender/status/891879143020810240">July 31, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
Vijendra singh is confident about his sucessful run in pro boxing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X