For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেকেআরের পর এবার আটলেটিকো দে কলকাতাকে সংবর্ধনা দেবে 'গরিব' রাজ্য সরকার

Google Oneindia Bengali News

কলকাতা, ২২ ডিসেম্বর : আইপিএল জয়ের পর কেকেআরের খেলোয়াড়দের সোনার আংটি, স্যুট, সুগন্ধী, আলফানসো আম, সন্জেশ, দই, উত্তরীয় ও ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছিল রাজ্যসরকার। এবার আইএসএল-এও কলকাতার দল আটলেটিকো দে কলকাতা জিতেছে। এবারও রাজ্য সরকারের পক্ষ থেকে আটলেটিকো দে কলকাতার খেলোয়াড়দের সংবর্ধনার কথা ঘোষণা করে দিল রাজ্য।

শনিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দেয় আটলেটিকো দে কলকাতা। মহানগরীতে এই উপলক্ষে আনন্দস্রোত বয়ে যায়। উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাইটদের অভিনন্দন জানানোর পাশাপাশি সংবর্ধনা জ্ঞাপনেরও সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

কেকেআরের পর এবার আটলেটিকো দে কলকাতাকে সংবর্ধনা দেবে 'গরিব' রাজ্য সরকার

আগামী ২৪ ডিসেম্বর দুপুর ১ টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করছে রাজ্য। জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে ইডেন গার্ডেনের দরজা।

আইপিএলজয়ী কেকেআরকে বিলাসবহুল সংবর্ধনা দেওয়ার পর অবশ্য বেজায় বিতর্কের মুখে পড়তে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। নাইট রাইডার্সদের সংবর্ধনায় রাজ্য সরকার এত খরচ করায় প্রশ্ন উঠেছিল স্বাভাবিকভাবেই। রাজ্য সরকার নিয়মিতভাবে বেতন দিতে পারছে না সিএসটিসি, সিটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি ইত্যাদি পরিবহণ সংস্থার কর্মীদের। বকেয়া মহার্ঘভাতা পাচ্ছেন না সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রীটাকা নেই বলে উন্নয়নমূলক অনেক কাজ আটকে যাচ্ছে বলে বারবার অভিযোগ করা সত্ত্বেও বিপুল খরচ করে কেন কলকাতা নাইট রাইডার্সদের সংবর্ধনা দেওয়া হচ্ছে এ প্রশ্নের মুখে পড়তে হয় সরকারকে। এরপর আবার আইএসএল-এর বিজয়ী আটলেটিকো দে কলকাতা।

একে সারদা কাণ্ডের জেরে ক্রীড়ামন্ত্রী নিজেই জেলে, তারউপর গতবার ক্রিকেটের কলকাতা দল নিয়ে যে 'আদিখ্যেতা' সরকার করেছিল তার পর ফুটবল জয়ীদের সংবর্ধনায় খামতি থাকলে কিন্তু ক্রীড়ামহলেই প্রশ্ন উঠবে পক্ষপাতের। এদিকে খরচ করলে প্রশ্ন তুলবে বিরোধিরা, 'সারদার টাকায় কী তবে সংবর্ধনার অনুষ্ঠান হচ্ছে'। মুখ্যমন্ত্রীর অবস্থা এখন জলে কুমীর ডাঙায় বাঘ।

English summary
WB Govt to felicitate Atletico de Kolkata on Dec 24 at Netaji Indoor Stadium at 1 PM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X