For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) বিশ্বকাপ : রাশিয়ার সঙ্গে ১-১ ড্র করে শেষ ১৬-য় আলজেরিয়া

Google Oneindia Bengali News

কিউরিতিবা (ব্রাজিল), ২৭ জুন : ৫১ বছরের ইতিহাসে এই প্রথমবার বিশ্বকাপের নক আউট পর্যায়ে পৌছল আলজেরিয়া। বৃহস্পতিবার রাশিয়ার সঙ্গে ১-১ গোল ম্যাচ ড্র করে ৪ পয়েন্ট সংগ্রহ করে। বেলজিয়ামের পরই দ্বিতীয় স্থানে রয়েছে আলজেরিয়া। ফলে অন্ততপক্ষে দ্বিতীয় রাউন্ডে খেলার টিকিট ছিনিয়ে নিল আলজেরিয়া।

রাশিয়ার হয়ে গোল করেন কোকোরিন। ৬ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি হয়। এর পর একাধিকবার সুযোগ পেলেও ৬০ মিনিটের মাথায় স্লিমানি হেডারে ম্যাচের সমতা ফেরান।

চূড়ান্ত গ্রুপ টেবিল

বেলজিয়াম: খেলেছে -৩, জয়-৩, গোল করেছে-৪, গোল খেয়েছে ১, প্রাপ্ত পয়েন্ট - ৯

আলজেরিয়া : খেলেছে -৩, জয়-১, হার-১, ড্র-১,গোল করেছে - ৬, গোল খেয়েছে-৫, প্রাপ্ত পয়েন্ট-৪

রাশিয়া: খেলেছে- ৩, হার-১, ড্র-২, গোল করেছে- ২, গোল খেয়েছে - ৩, প্রাপ্ত পয়েন্ট - ২

দক্ষিণ কোরিয়া : খেলেছ - ৩,হার- ২, ড্র-১, গোল করেছে-৩, গোল খেয়েছে-৬, প্রাপ্ত পয়েন্ট -১

গোল রক্ষণ

গোল রক্ষণ

আলজেরিয়ার গোলরক্ষক রেইস এম'বোলহির দুরন্ত সেভ।

রক্তাক্ত

রক্তাক্ত

খেলার সময় আলজেরিয়ার সোফিয়ানে ফেগোলি আহত হয়েছেন। চিকিৎসা চলছে।

উচ্ছ্বাস

উচ্ছ্বাস

রাশিয়ার আলেকজান্ডার কোকোরিনকে নিয়ে সতীর্থদের উল্লাস।

ইরানির গোল

ইরানির গোল

আলজেরিয়ার ইসলাম স্লিমানির প্রথম গোল।

আলজেরিয়ার উচ্ছ্বাস

আলজেরিয়ার উচ্ছ্বাস

ড্র করেও নক আউট পর্বে আলজেরিয়া। উচ্ছাস আলজেরিয়া শিবিরে।

স্বস্তির নিঃশ্বাস

স্বস্তির নিঃশ্বাস

নক আউট পর্বে পৌছনোর পর আলজেরিয়ার সোফিয়ানে ফেগোলি।

জয়ধ্বজা

জয়ধ্বজা

দলের পতাকা নিয়ে আলজেরিয়ার খেলোয়াড়রা।

English summary
WC: Algeria make maiden 2nd round entry after drawing Russia 1-1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X