For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ফিফা বিশ্বকাপ ২০১৪ : ইতালিয়দের বিপাকে ফেলে এগিয়ে চলল কোস্টা রিকা

Google Oneindia Bengali News

রেসিফ (ব্রাজিল) , ২১ জুন : চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে ১-০ গোলে হারিয়ে দিল কোস্টা রিকা। শুক্রবার গ্রুপ ডি এ খেলায় মুখোমুখি হয় ইতালি ও কোস্টা রিকা। প্রথম গোলটি করেন কোস্টা রিকার অধিনায়ক ব্রায়ান রুইজ। ৪৪ মিনিটের মাথায় এই গোলটি আসে। আর এই জয় কোস্টা রিকাকে দ্বিতীয় রাউন্ডে নিয়ে গেল।

শুরু থেকে ইতালির উপর চাপ সৃষ্টি করে কোস্টা রিকা। ডিফেন্স শক্তিশালী করে প্রত্যেক ইতালীয় আক্রমণকারীকে পাল্টা চাপে ফেলেছেন কোস্টা রিকার খেলোয়াড়রা। ইতালি এদিন সেভাবে নিজেদের তুলে ধরতে পারেনি। মনে রাখার মতো হাতে গোনা দু-একটি মুহূর্ত উপহার দেওয়ার ছাড়া এই ম্যাচে ইতালির অবদান তেমন কিছুই ছিল না।

এর আগে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে ইতালির নায়ক ছিলেন মারিও বালোতেল্লি। কিন্তু এদিনের ম্যাচে তিনি চোখেই পড়েননি। দ্বিতীয়ার্ধে ইতালি পরিকল্পনা বদলালেও কোস্টা রিকার প্রথমার্ধের করা গোলের জবাব শেষ পর্যন্ত দিতে ব্যর্থ হন তাঁরা। আর ম্যাত দিতে ইংল্যান্ডের যাত্রাও আটকে দিল কোস্টা রিকা।

বৃথা চেষ্টা

বৃথা চেষ্টা

ইতালীয় গোলরক্ষকের বল আটকানোর বৃথা চেষ্টা।

ব্রায়ান রুইজ

ব্রায়ান রুইজ

কোস্টা রিকার ব্রায়ান রুইজ গোল করার পর।

অভিনন্দন

অভিনন্দন

ব্রায়ান রুইজকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস।

পায়ে বল

পায়ে বল

ইতালীয় খেলোয়াড়ের পায়ে বল, আটকানোর চেষ্টা করছেন কোস্টা রিকার অস্কার দুয়ার্তে

জয়োল্লাস

জয়োল্লাস

খেলা শেষে কোস্টা রিকা খেলোয়াড়দের উচ্ছ্বাস।

আনন্দের মুহূর্তে

আনন্দের মুহূর্তে

কোস্টা রিকার অস্কার গ্রানাদোস গোলরক্ষক কেলোর নাভাসের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিচ্ছেন।

গোল

গোল

ব্রায়ন রুইজের গোল আটকাতে ব্যর্থ ইতালীয় গোলরক্ষক।

English summary
WC 2014: Costa Rica's dream run continues, Italians in a tricky situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X