For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) বিশ্বকাপ ২০১৪ : কোস্টা রিকার সঙ্গে গোলশূন্য ড্র করে মন ভোলানো ১ পয়েন্ট নিয়ে ফিরছে ইংল্যান্ড

Google Oneindia Bengali News

বেলো হরিজন্তে (ব্রাজিল), ২৫ জুন : কোস্টা রিকা ইতিমধ্যেই শেষ ১৬-য় জায়গা করে নিয়েছিল। কিন্তু মঙ্গলবার এস্তাদিও মিনেইরাওয়ে গ্রুপ ডি-র চূড়ান্ত পর্যায়ের খেলায় ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে যে কোস্টা রিকা শুধু গ্রুপের সেরা হল তাই নয়, একইসঙ্গে বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের প্রস্থানের পথটাও পাকা করে দিল।

প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও দলের সমর্থকদের শ্বান্তনা পুরস্কার হেতু মোট ৯-এর মধ্যে ১ পয়েন্ট নিয়েই ফিরতে হচ্ছে।

চূড়ান্ত গ্রুপ টেবিল

কোস্টা রিকা : খেলেছে -৩, জয়-২, ড্র- ১, গোল করেছে-৪, গোল খেয়েছে ১, প্রাপ্ত পয়েন্ট - ৭

উরুগুয়ে : খেলেছে -৩, জয়-২, হার-১, গোল করেছে - ৪, গোল খেয়েছে-৪, প্রাপ্ত পয়েন্ট - ৬

ইতালি : খেলেছে- ৩, জয়-১, হার-২, গোল করেছে- ২, গোল খেয়েছে - ২, প্রাপ্ত পয়েন্ট - ৩

ইংল্যান্ড : খেলেছ - ৩, হার- ২, ড্র-১, গোল করেছে - ২, গোল খেয়েছে-৪, প্রাপ্ত পয়েন্ট -১

দুরন্ত সেভ

দুরন্ত সেভ

কোস্টা রিকার জিওনকার্লো গনজালেসের মারা শট আটকে দিলেন ইংল্যান্ডের গোলরক্ষক বেম ফস্টার।

জোর ডিফেন্স

জোর ডিফেন্স

ইংল্যান্ডের লুক শ কোস্টা রিকার খেলোয়াড়দের পিছনে ফেল বল নিয়ে এগিয়ে চলেছেন।

দ্বিমুখী আক্রমণ

দ্বিমুখী আক্রমণ

কোস্টা রিকার ব্রায়ন রুজের পা থেকে বল কাড়তে ইংল্যান্ডের দুই খেলোয়াড়ের আক্রমণ।

হেডার

হেডার

ইংল্যান্ডের ফুটবল তারকা রুনি ব্যর্থ হেডার।

জুতো ক্যাচ

জুতো ক্যাচ

ইংল্যান্ডের ফ্র্যাঙ্ক ল্যামপার্ড সমর্থকদের দিকে নিজের লাকি স্মারক হিসাবে ছুঁড়ে দিলেন।

গোল রক্ষা, ম্যাচ নয়

গোল রক্ষা, ম্যাচ নয়

কোস্টা রিকার দুর্ধর্ষ গোল আটকে দিলেও বিশ্বকাপ থেকে দলের বিদায় আটকাতে পারলেন না ইংল্যান্ডের গোলরক্ষক বেন ফস্টার।

English summary
(Pic)WC 2014: Draw with Costa Rica gives England consolation point
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X