For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ড্রেসিংরুমে কী খেলোয়াড়রা 'শুধুই ডিম খায়'? প্রশ্ন কপিল দেবের

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি : মাঠে দাঁড়িয়ে অনুষ্কার উদ্দেশে বিরাট কোহলির 'ফ্লাইং কিস'-এর সমালোচনা করেছেন অনেকেই। কিন্তু প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেবের মতে এটা নিয়ে চর্চার প্রয়োজন নেই।

আরও পড়ুন : রেকর্ড গড়ে বান্ধবী অনুষ্কার দিকে চুম্বন উড়িয়ে দিলেন বিরাট কোহলি

আরও পড়ুন : আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫: আপনার জন্য ভারতীয় ক্রিকেট দলের সম্পূর্ণ গাইড

ক্রিকেট কনক্লেভ অনুষ্ঠানে কপিল দেব বলেন, "যতক্ষণ বিরাট সেঞ্চুরি করছে এবং হাওয়ায় বান্ধবীর জন্য চুম্বন ওড়াচ্ছেন আমার কোনও আপত্তি নেই। বরং আমার আপত্তি যখন খেলোয়াড় শূন্য করছে এবং 'ফ্লাইং কিস' দিচ্ছে। আমরা অন্য জমানায় ক্রিকেট খেলেছি। আমাদের এটা মেনে নিতে হবে।"

ড্রেসিংরুমে কী খেলোয়াড়রা 'শুধুই ডিম খায়'? প্রশ্ন কপিল দেবের

তিনি আরও বলেন, "আমরা শুধু আরামে বসে এটা ভাবতে পারি না যে ক্রিকেট আর ভদ্রলোকের খেলা নয়। সময় বদলেছে, আমি অন্য জমানায় খেলেছি। আমরা বড় হয়েছি টেস্ট ক্রিকেটের সঙ্গে। কিন্তু এখন স্লেজিং, গালি, টি ২০ ফরম্যাট গ্রহণীয়।"

মাঠে নেমে ম্যাচ শুরুর আগে ভারতীয় ক্রিকেটাররা একে অপরের কাঁধে হাত রেখে গোল করে দাঁড়িয়ে যে শলাপরামর্শ করে তা নিয়েও কটাক্ষ করেছেন কপিল দেব। "আমি বুঝি না মাঠের ভিতর ম্যাচ শুরুর আগে দলের সবাই মিলে জড়াজড়ি করে কেন? ড্রেসিংরুমে তোমরা কী কর? শুধু ডিম খাও!" অর্থাৎ তিনি বলতে চাইছেন, ড্রেসিংরুম থেকেই তো খেলোয়াড়রা সব আলোচনা জড়িয়ে ধরা বিষয়গুলি সেরে আসতে পারে তো। তা না করে সেসব মাঠে কেন?

বিশ্বকাপে ভারতের কতটা সুযোগ রয়েছে জেতার, এই প্রশ্নের উত্তরে কপিল বলেন ২৫ শতাংশ। কেন তার ব্যাখ্যাও দিয়েছেন কপিল। তিনি বলেন, "আমার মনে হয় ভারত সেমিফাইনালে পৌঁছবে। চার সেমিফাইনালিস্টের সমান সুযোগ থাকবে। এখন থেকেই ভবিষ্যদ্বাণী করাটা সম্ভব নয়। আমার মনে হয় শুরুটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম ১৫ ওভারই ঠিক করবে ভারত কেমন খেলবে। আমার মতে প্রথম ১৫ ওভারে ৪০/০ হলে মোট রান ২৭০ বা তার বেশী হতে পারে। এটা হতেই হবে। কিন্তু ভারত যদি প্রথম ১৫ ওভারে ২-৩ উইকেট খুইয়ে দেয় তাহলে সমস্যা আছে।"

English summary
Were Indian players 'only eating eggs' in dressing room, asks Kapil Dev
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X