For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে কবে থেকে শুরু হবে খেলাধূলা? আইএফএ, সিএবি সহ ১৭টি সংস্থার সঙ্গে বৈঠক অরূপ বিশ্বাসের

রাজ্যে কবে থেকে শুরু হবে খেলাধূলা? আইএফএ, সিএবি সহ ১৭টি সংস্থার সঙ্গে বৈঠক অরূপ বিশ্বাসের

Google Oneindia Bengali News

করোনা আবহে দেশের অর্থনীতির চাকা প্রায় থমকে গিয়েছিল। এই পরিস্থিতিতে লকডাউন শিথিল করে ফের অর্থনীতি চাঙ্গা করার প্রয়াস চলছে। এদিকে অর্থনৈতিক কার্যক্রমের পাশাপাশি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল খেলাধূলা সমপর্কিত সবরকমের অনুষ্ঠান ও জমায়েত। পিছিয়ে গিয়েছে আইপিএল থেকে শুরু করে দেশের সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতাও।

রাজ্যে খেলাধূলা কবে থেকে শুরু হবে?

রাজ্যে খেলাধূলা কবে থেকে শুরু হবে?

এই অবস্থায় রাজ্যে খেলাধূলা কবে থেকে শুরু হবে? এই নিয়ে আলোচনার জন্য শুক্রবার রাজ্যের ১৭টি সংস্থার সঙ্গে বৈঠক ডাকলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ওই বৈঠকে খেলাধূলা শুরু নিয়ে সংস্থাগুলির মত শোনা হবে। তারপরই এনিয়ে রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করা হতে পারে।

মরশুম বাতিল করেছে সিএবি

মরশুম বাতিল করেছে সিএবি

ইতিমধ্যেই আইএফএ সচিব জয়দীপ মুখার্জি, সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গে কথা বলেছেন মন্ত্রী। সিএবি তাদের মরশুম বাতিল করার কথা ঘোষণা করেছে। নতুন মরশুম নতুনভাবে শুরু করার কথা বলেছে তারা।

কবে শুরু হবে নতুন ফুটবল মরশুম?

কবে শুরু হবে নতুন ফুটবল মরশুম?

আইএফএ নতুন ফুটবল মরশুম শুরু করার কথা এখনও বলতে পারেনি। এই মরশুমে ফুটবল শুরু করা যে কঠিন হবে তা মানছেন সকলে। অন্তত প্রিমিয়ার ডিভিশনের এ এবং বি গ্রুপের খেলা করার কথা ভাবা হচ্ছে। এই মর্মে চিঠি দিয়ে ক্লাবগুলোর মত জানতে চেয়েছে রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা।

অ্যাথলেটিক্স সংস্থা ফেডারেশনের দিকে তাকিয়ে

অ্যাথলেটিক্স সংস্থা ফেডারেশনের দিকে তাকিয়ে

শুক্রবারের বৈঠকে ছোটো সংস্থাগুলোও তাদের অবস্থানের কথা জানাবে। অ্যাথলেটিক্স সংস্থা ফেডারেশনের দিকে তাকিয়ে। সেখান থেকে ক্যালেন্ডার প্রকাশিত না হলে রাজ্য অ্যাথলেটিক্স কোনও পরিকল্পনা করতে পারবে না।

আন্তর্জাতিক ক্যালেন্ডার প্রকাশের অপেক্ষায়

আন্তর্জাতিক ক্যালেন্ডার প্রকাশের অপেক্ষায়

এদিকে বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ৩০ জুনের আগে কিছু বলতে পারবে না। কারণ আন্তর্জাতিক ক্যালেন্ডার প্রকাশ না করা হলে তারা সূচি তৈরি করতে পারবে না। একইভাবে অথৈ জলে রাজ্য সাঁতার। এদিকে রাজ্য সরকার ইতিমধ্যেই গলফ, টেবিল টেনিস এবং টেনিসের অনুশীলন শুরু অনুমতি দিয়েছে।

নতুন নাম ও লোগো নিয়ে মোহন-ফ্যানদের মিশ্র প্রতিক্রিয়া, সঞ্জীব গোয়েঙ্কাকে চিঠি!নতুন নাম ও লোগো নিয়ে মোহন-ফ্যানদের মিশ্র প্রতিক্রিয়া, সঞ্জীব গোয়েঙ্কাকে চিঠি!

English summary
West Bengal Sports Minister Arup Biswas summoned a meeting with 17 associations to formulate a way to start events
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X