For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিমিয়র ব্যাডমিন্টন লিগের নিলামে ৭৭ লাখ টাকা দর পেলেন সিন্ধু

প্রিমিয়র ব্যাডমিন্টন লিগের নিলামে মোটা অঙ্কের দড় পেলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। নতুন মরসুমের জন্য তাঁকে ৭৭ লক্ষ টাকায় রিটেন করল হায়দরবাদ হান্টার্স।

  • |
Google Oneindia Bengali News

প্রিমিয়র ব্যাডমিন্টন লিগের নিলামে মোটা অঙ্কের দড় পেলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। নতুন মরসুমের জন্য তাঁকে ৭৭ লক্ষ টাকায় রিটেন করল হায়দরাবাদ হান্টার্স। চলতি বছরে ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়নশিপ জিতেছেন সিন্ধু। স্বভাবতই তাঁকে রিটেন করার জন্য অর্থ খরচে পিছিয়ে আসেনি ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টের নিলামে যৌথভাবে এটাই সবচেয়ে বেশি দড়।

প্রিমিয়র ব্যাডমিন্টন লিগের নিলামে ৭৭ লাখ টাকা দর পেলেন সিন্ধু

সিন্ধুর পাশাপাশি গত বারের চ্যাম্পিয়ন দল বেঙ্গালুরু ব়্যাপ্টার্স তাইওয়ানের ব্যাডমিন্টন তারকা তাই জু ইংকে ৭৭ লক্ষ টাকায় দলে নিয়েছে। এই মুহূর্তে তাই জু ইং বিশ্বের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন তারকা। তাঁকে দলে নিতে পুনে ৭ এসেসও অনেকদূরে লড়াইয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য বেঙ্গালুরু ব়্যাপ্টার্স দল তাঁকে কিনে নেয়।

অন্যদিকে ভারতের পুরুষ ব্যাডমিন্টন তারকাদের মধ্যে সাই প্রণীতকে ৩২ লক্ষ টাকায় বেঙ্গালুরু ব়্যাপ্টার্স দল রিটেন করেছেন। সুমিত রেড্ডিকে ১১ লক্ষ টাকায় চেন্নাই সুপারস্টারজ ও চিরাগ সেট্টিকে ১৫.৫০ লাখ টাকায় রিটেন করেছে পুনে ৭ এসেস।

টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ পুল্লেলা গোপিচাঁদের মেয়ে গায়েত্রী গোদিচাঁদ। তাঁকে দলে নিয়েছে চেন্নাই। সাইনা ও কিদাম্বি শ্রীকান্ত আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ফোকাস করবেন বলে পিবিএল থেকে এবছর নাম প্রত্যাহার করে নিয়েছেন।

English summary
world badminton champion PV Sindhu get joint highest auction price Rs 77 lakh in pbl
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X