For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোল করায় খেয়েছিলেন গুলি, ২০ বছর পর স্মরণে ট্র্যাজেডি নায়ক আন্দ্রেজ এসকোবার

Google Oneindia Bengali News

বিশ্বকাপ ২০১৪-য় স্মরণ ট্র্যাজেডি নায়ক আন্দ্রেজ এসকোবারকে, ২০ বছরের যন্ত্রণা পরিবারের কণ্ঠে স্পষ্ট
রিও দে জেনেইরো, ৩ জুলাই : ফুটবলের উন্মত্ততা কতটা সাংঘাতিক হতে পারে তা আজ থেকে প্রায় ২০ বছর আগে নিজের প্রাণ দিয়ে প্রমাণ করেছিলেন কলম্বিয়ার ডিফেন্ডার অ্যান্দ্রেজ এসকোবার। ১৯৯৪ সালের আমেরিকায় বিশ্বকাপে নিজের গোলের জন্য গুলি করে খুন করা হয়েছিল এসকোবারকে। ২০ বছর পর আজ আরও এক বিশ্বকাপ চলছে।

এই প্রথমবার কলম্বিয়া কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌছেছে। ৪ জুলাই ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া। সেই খেলাতেই ফিফা আমন্ত্রণ জানিয়েছে ট্র্যাজেডি নায়ক এসকোবারের পরিবারকে।

এসকোবারের ইতিহাস
কলম্বিয়ার এই ফুটবলারকে ১৯৯৪ সালের ২ জুলাই কলম্বিয়ার মেডেলিনে গুলি করে খুন করা হয়। বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে খেলতে গিয়ে নিজের দলের গোলপোস্টেই বল ঢুকিয়ে দেন এসকোবার। সেই ম্যাচে ২-১ গোলে কলম্বিয়াকে হারিয়ে জয়ী হয়েছিল আমেরিকা। বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে গিয়েছিল কলম্বিয়া। সেই রোষেই মাত্র এক সপ্তাহের মধ্যে গুলি করে নৃশংসভাবে খুন করা হয়েছিল ২৭ বছরের ওই খেলোয়াড়কে।

স্মৃতির ভার
এসকোবারের করুণ পরিণতি এখনও নাড়া দিয়ে যায় থাঁর পরিবারকে। তাঁর ভাই-বোনের কথায়, কখনও মনে হয়, কেউ যদি ওঁকে মনে না রাখত তবেই বোধহয় ভাল হত। এই মনে রাখাটা অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু ও নিজের ছাপ ছেড়ে গিয়েছে, তাই এই মনে রাখাটা খুবই স্বাভাবিক।

বিশ্বকাপের উদ্বোধনী অর্থাৎ ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কীভাবে আবার সেই তাঁর ভাইয়ের পুরনো স্মৃতি আবার চোখের সামনে এনে ছেড়েছে তা জানালেন বোম মারিয়া এসটার। বললেন, ওই ম্যাচেও ব্রাজিলের মার্সেলো নিজের গোলেই বল ঢুকিয়েছিলেন।

ভারক্রান্ত কন্ঠে জানালেন, ওই মুহূর্তটা আমাদের পরিবারের কাছে অত্যন্ত বেদনাঘন মুহূর্ত ছিল। কিন্তু এই ঘটনা আবার পরিস্কার করে দিল এটা পাপ নয়, খেলার অঙ্গ। বারবার এমন ঘটনা হয়।

এসকোবারের মৃত্যু কিন্তু তাঁর পরিবারকে ফুটবল থেকে দূরে করে দেয়নি। মৃত্যপ পাঁচ দিন আগে এসকোবার লিখে গিয়েছিলেন "জীবন এখানে থেকে থাকে না"। তাঁর পরিবারও সেকথা মনে প্রাণে বিশ্বাস করে।

জীবনের আর এক নাম ফুটবল
মারিয়ার কথায়, "২০ বছর কেটে গিয়েছে। সময়টা নেহাতই কম নয়। সেই পুরনো ঘটনাকে মনে করে কষ্ট পাওয়া অর্থহীন। বরং ঈশ্বরকে ধন্যবাদ জানাই ২৭ টা বছর এসকোবারকে আমাদের পরিবারের একজন সদস্য করে পাঠিয়েছিলেন বলে। ওর জীবনের আয়ু কিছুটা কাঁটছাঁট হয়েছে ঠিকই কিন্তু ওই অল্প সময়েই ও অনেক কিছু করে গিয়েছে।"

আর সেই কারণেই ফুটবল থেকে মুখ ফিরিয়ে নয়, ব্রাজিলে কলম্বিয়ার সবকটি ম্যাচে উপস্থিত থেকেছে এসকোবারের পরিবার।

ফুটবল ও এসকোবারের সমর্থক ও সঙ্গীদের আজ একটাই বার্তা, "মানুষের ফুটবলটাকে উপভোগ করা উচিত। উন্মাদনা তো থাকবেই, কিন্তু এটা ভুললে চলবে না ফুটবল একটা খেলা মাত্র। এসকোবারের সঙ্গে যা হয়েছে তা সতর্কতামূলক, হিংসার কোনও জায়গা নেই এখানে। খুটবল শান্তি ও প্রেমের বার্তা নিয়ে গোটা দেশকে একসূত্রে বাঁধে।"

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/4lcj_B7_cJs?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

English summary
Andres Escobar remembered at World Cup 2014; siblings share 'sad' memories 20 years on
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X