For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একদিনের ম্যাচে দ্বিতীয় ডবল সেঞ্চুরি (২৬৪) হেঁকে বিশ্বরেকর্ড রোহিত শর্মার

Google Oneindia Bengali News

একদিনের ম্যাচে দ্বিতীয় ডবল সেঞ্চুরি (২৬৪) হেঁকে বিশ্বরেকর্ড রোহিত শর্মার
কলকাতা, ১৩ নভেম্বর : ভারতীয় খেলোয়াডের আরও এক রেকর্ডের সাক্ষী রইল কলকাতার ইর্ডেন গার্ডেনস। একদিনের আন্তর্জাতিক ম্যাচে দ্বিতীয় ডবল সেঞ্চুরি করে নয়া রেকর্ড গড়লেন রোহিত শর্মা।

ভারত-শ্রীলঙ্কার চতুর্থ একদিনের ম্যাচে ক্রিজে আসার পর থেকেই বেশ আক্রমণাত্মক ছিলেন রোহিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে বিপক্ষ দলের জন্য ত্রাস হয়ে উঠলেন রোহিত তা অনবদ্য। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৭২ বলে ২৬৪ রান করলেন রোহিত। যদিও ইনিংসের শেষ বলে মহেলা জয়াবর্ধনের হাতে বল তুলে দিয়ে আউট হন রোহিত।

এর আগে গত বছরই বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের প্রথম ডবল সেঞ্চুরিটি হাঁকিয়েছিলেন রোহিত। সেবার ব্যাটে সংগ্রহ করেছিলেন ২০৯ রান। কিন্তু এবার ইনিংস শেষ করলেন ২৬৪ রানে। ১৭২ বলের মধ্যে ৩৩টি চার ও ৯টি ছক্কা মেরেছেন রোহিত। ভারত ইনিংস শেষ করেছে ৪০৪/৫ রানে। ৪ রানের মাথায় রোহিতের ক্যাচ ফেলেছিলেন থিসারা পেরেরা।

এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একদিনের আন্তর্জাতিক ম্যাচে মোট ৪ টি ডবল সেঞ্চুরির রেকর্ড হল। প্রথম ডবল সেঞ্চুরিটি করেছিলেন শচীন তেণ্ডুলকর। দ্বিতীয়টি বীরেন্দ্র সহবাগ। তৃতীয় ও চতুর্থ ডবল সেঞ্চুরির অধিকারি রোহিত শর্মা।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের ডবল সেঞ্চুরি

২৬৪ - রোহিত শর্মা , শ্রীলঙ্কার বিরুদ্ধে, কলকাতা, ২০১৪
২১৯ - বীরেন্দ্র সহবাগ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ইন্দোর, ২০১১
২০৯ - রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, বেঙ্গালুরু, ২০১৩
২০০ নট আউট - শচীন তেন্ডুলকর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, গোয়ালিয়র, ২০০০

English summary
World Record: Rohit Sharma (264) hits his 2nd double ton in ODIs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X