For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পদ্ম অ্যাওয়ার্ড প্রাপকদের বাছাইয়ে পক্ষপাতিত্ব করা হয়, অভিযোগ ভারতীয় কুস্তিগীরের

পদ্ম অ্যাওয়ার্ডের তালিকায় অবশ্য কমনওয়েলথ ২০১৮- সোনা জয়ী,বিশ্ব কুস্তি চ্যাম্পিয়ন ২০১৯ এর ব্রোঞ্জ জয়ী ও ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে সোানাজয়ী কুস্তিগীর ভিনেশ ফোগাতের নাম নেই।

  • |
Google Oneindia Bengali News

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এবছরের পদ্ম অ্যাওয়ার্ডের তালিকায় ঘোষণা করা হয়েছে। ক্রীড়াক্ষেত্র থেকে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন, পদ্মভূষণ পাচ্ছেন পি ভি সিন্ধু। অন্যদিকে ক্রীড়াক্ষেত্র থেকে পদ্মশ্রী পাচ্ছেন মহিলা হকি দলের অধিনায়িকা রানি রামপাল। সব মিলিয়ে বিভিন্ন ক্রীড়াক্ষেত্র থেকে ৬ অ্যাথিলট এবছর পদ্মশ্রী পেতে চলেছেন। সেই তালিকায় অবশ্য কমনওয়েলথ ২০১৮- সোনা জয়ী,বিশ্ব কুস্তি চ্যাম্পিয়ন ২০১৯ এর ব্রোঞ্জ জয়ী ও ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে সোানাজয়ী কুস্তিগীর ভিনেশ ফোগাতের নাম নেই। যারপর পদ্ম প্রাপকদের বাছাইয়ে ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন ভিনেশ।

পদ্ম অ্যাওয়ার্ড প্রাপকদের বাছাইয়ে পক্ষপাতিত্ব করা হয়, অভিযোগ ভারতীয় কুস্তিগীরের

ভারতীয় মহিলা তারকা কুস্তিগীর টুইটারে চিঠি লিখে অভিযোগ করেছেন। কড়া ভাষায় চিঠিতে ভিনেশ লেখেন, 'ক্রীড়াক্ষেত্রে পদ্ম পুরস্কার আমাদের আরও বাড়তি সাফল্যের খোঁজে মোটিভেট করে। দেশকে অনেক কিছু দেওয়ার পরও, একাধিক ক্ষেত্রেই ক্রীড়াজগতের অনেকেই এই সম্মান থেকে বঞ্চিত হন বলে মনে করি। প্রতিবার বঞ্চিত হলে, একটা খারাপ লাগা থেকে যায়। এটা এখন নিয়মে পরিণত হয়েছে। ২০২০-র তালিকা দেখ তাই অবাক হয়নি।কারা অ্যাওয়ার্ড পাবে, সেটা কারা ঠিক করে? জুরিতে কি খেলার দুনিয়া থেকে প্রাক্তন বা বর্তমান কোনও অ্যাথলিটদের মধ্যে আদৌও কেউ থাকে? জুরিরা অ্যাওয়ার্ড প্রাপকদের বাছাই কীভাবে করেন, সেটাও আমার কাছে একটা কৌতুহল।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="und" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/Padmashree?src=hash&ref_src=twsrc%5Etfw">#Padmashree</a> <a href="https://t.co/lAOCjin2tl">pic.twitter.com/lAOCjin2tl</a></p>— Vinesh Phogat (@Phogat_Vinesh) <a href="https://twitter.com/Phogat_Vinesh/status/1221439129105391617?ref_src=twsrc%5Etfw">January 26, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
wrestler Vinesh Phogat Questions Selection System For Padma award
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X