For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোট সারিয়ে দলে ফিরেই অনবদ্য শতরান ঋদ্ধিমান সাহার

চোট সারিয়ে দলে ফিরে প্রথম টেস্টেই অসাধারণ শতরান করে ঋদ্ধিমান বুঝিয়ে দিলেন, তিনি শুধু ভালো উইকেটকিপারই নন, ব্যাটসম্যান হিসাবেও অধিনায়ক বিরাট কোহলির ভরসার পাত্র।

  • |
Google Oneindia Bengali News

হায়দ্রাবাদ, ১০ ফেব্রুয়ারি : চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ছিটকে গিয়েছিলেন বাংলার ঋদ্ধিমান সাহা। তাঁর জায়গায় দলে ফেরা পার্থিব প্যাটেল ভালো খেলে ঋদ্ধিকে চাপে ফেলে দিয়েছেন বলে অনেকে মন্তব্য করেছিলেন। তবে চোট সারিয়ে দলে ফিরে প্রথম টেস্টেই অসাধারণ শতরান করে ঋদ্ধিমান বুঝিয়ে দিলেন, তিনি শুধু ভালো উইকেটকিপারই নন, ব্যাটসম্যান হিসাবেও অধিনায়ক বিরাট কোহলির ভরসার পাত্র।[ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি ]

এদিন বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে নিজের দ্বিতীয় টেস্ট শতরান সেরে ফেললেন ঋদ্ধিমান। ১০৬ রান করে অপরাজিত রইলেন তিনি। হায়দ্রাবাদে একমাত্র টেস্টে ভারত শেষপর্যন্ত ৬৮৭/৬ অবস্থায় ইনিংস ডিক্লেয়ার করে।[ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ: ৬৮৭ রানে ইনিংস ডিক্লেয়ার ভারতের]

চোট সারিয়ে দলে ফিরেই অনবদ্য শতরান ঋদ্ধিমান সাহার

ঋদ্ধিমান যখন ৪ রানে ব্যাট করছেন, তখন তাইজুল ইসলামের বলে মুশফিকুর রহিম স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন। এরপরই ঋদ্ধিমান মাত্র ১৫৩ বলে অনবদ্য শথরান করেন। মোট ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে এই শতরান পূর্ণ করেন তিনি।

বাংলার ঋদ্ধিমান ছাড়াও এদিন অনবদ্য দ্বিশতরান করেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি ২০৪ রান করেন। এছাড়া অজিঙ্ক রাহানে ৮২ রান, রবিচন্দ্রণ অশ্বিন ৩৪ রান ও রবীন্দ্র জাদেজা ৬০ রান করেন। এর আগের দিন মুরলী বিজয় ১০৮ রান ও চেতেশ্বর পূজারা ৮৩ রান করেছেন।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইতিমধ্যে ৪১ রানে ১ উইকেট হারিয়েছে। সৌম্য সরকার ১৫ রানে উমেশ যাদবের বলে ঋদ্ধির হাতে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছেন। ক্রিজে অপরাজিত রয়েছেন তামিম ইকবাল (২৪ রান) ও মমিনুল হক (১ রান)।

English summary
Wriddhiman Saha hammered his second Test hundred on Day 2 of the ongoing one-off Test against Bangladesh in Hyderabad on Friday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X