For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্যুটিং বিশ্বকাপে ফের সোনা ভারতের, নবম অলিম্পিক কোটা নিশ্চিত

শ্যুটিং বিশ্বকাপে ফের ভারতের ঘরে এল সোনা। এবার দেশকে গর্বিত করলেন ২২ বছরের যশশ্বিনী সিং দেশওয়াল। তাঁর এই সাফল্যের সঙ্গেই ২০২০ টোকিও অলিম্পিকের জন্য নবম কোটা নিশ্চিত হল ভারতের।

  • |
Google Oneindia Bengali News

শ্যুটিং বিশ্বকাপে ফের ভারতের ঘরে এল সোনা। এবার দেশকে গর্বিত করলেন ২২ বছরের যশশ্বিনী সিং দেশওয়াল। তাঁর এই সাফল্যের সঙ্গেই ২০২০ টোকিও অলিম্পিকের জন্য নবম কোটা নিশ্চিত হল ভারতের।

যশশ্বিনীর সোনা

যশশ্বিনীর সোনা

ব্রাজিলের রিও ডে জেনেইরো-তে আয়োজিত শ্যুটিং বিশ্বকাপের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে বিশ্বের এক নম্বর শ্যুটার ইউক্রেনের ওলেনা কোস্তেভিয়েচকে হারালেন ভারতের যশশ্বিনী। আট প্রতিযোগীর ফাইনালে ২৩৬.৭ পয়েন্ট পেয়ে প্রথম হন দিল্লির ২২ বছরের শ্যুটার। দ্বিতীয় স্থানে থাকা ইউক্রেনের প্রতিদ্বন্দ্বীর পয়েন্ট ২৩৪.৮।

প্রথম ভারত

প্রথম ভারত

যশশ্বিনী সিং দেশওয়ালের সোনার সঙ্গে শ্যুটিং বিশ্বকাপের পদক তালিকার এক নম্বরে উঠে এল ভারত। রিও ডে জেনেইরোতে আয়োজিত এই প্রতিযোগিতায় তিনটি সোনা, একটি রূপো ও একটি ব্রোঞ্জ গিয়েছে ভারতের ঝুলিতে।

অলিম্পিক কোটা

অলিম্পিক কোটা

যশশ্বিনী সিং দেশওয়ালের সোনার সঙ্গে টোকিও বিশ্বকাপের জন্য নবম কোটা নিশ্চত করল ভারত। এই পারফরম্যান্স থাকলে অলিম্পিকের শ্যুটিং ইভেন্টে ভারত বেশ কয়েকটি পদক জিততে পারে বলে আশা ক্রীড়াপ্রেমীদের।

English summary
Yashaswini Deswal wins 10m Air Pistol gold in shooting cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X