For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫ বছরেই ইতিহাস মিজো ভারোত্তোলকের! যুব অলিম্পিকে ভারত পেল প্রথম ব্যক্তিগত সোনা

১৫ বছর বয়সী ভারোত্তোলক, জেরেমি লালরিননুয়াঙ্গা যুব অলিম্পিকে পুরুষের ৬২ কেজি বিভাগে স্বর্ণ পদক জিতলেন। এটিই যুব অলিম্পিকে ভারতের প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক।

Google Oneindia Bengali News

বয়স তাঁর মাত্র ১৫। আর এই বয়সেই মিজোরামের ভারোত্তোলক জেরেমি লালরিননুয়াঙ্গা ইতিহাস গড়লেন। আরজেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্স-এর যুব অলিম্পিকের আসরে ভারোত্তোলনের ৬২ কেজি বিভাগে স্বর্ণপদক জিতলেন তিনি। যুব অলিম্পিকে এটিই ভারতের প্রথম সোনা।

১৫ বছরেই ইতিহাস মিজো ভারোত্তোলকের! যুব অলিম্পিকে ভারত পেল প্রথম ব্যক্তিগত সোনা

সোমবার (৮ অক্টোবর), গেমসে প্রথমে স্ন্যাচে ১২৪ কেজি ও পরে ক্লিন অ্যান্ড জার্কে ১৫০ কেজি - মোট ২৭৪ কেজি ওজন তোলেন জেরেমি। বাকি প্রতিযোগীদের কেউ তার ধারেকাছে ছিলেন না। দ্বিতীয় হওয়া তুরস্কের প্রতিযোগী তপতাস কানের তোলেন ২৬৩ কেজি (১২২কেজি + ১৪১ কেজি)। আর ২৬০ কেজি (১১৫কেজি + ১৪৩ কেজি) ওজন তুলে ব্রোঞ্জ পদক জেতেন কলম্বিয়ার ভিয়ার এস্তিভেন হোসে।

চলতি মাসের ২৬ তারিখেই ১৬- পা দেবেন জেরেমি। এখন থেকেই কিন্তু ভারতের ভারোত্তোলন মহলে তাঁকে ভবিষ্যতের সবচেয়ে বড় নাম হিসেবে ধরা হয়। বুয়েনোস আয়ার্সে তিনি তাঁ জীবনের সেরা ফল করেছেন। এর আগের সেরা ছিল ২৭৩ কেজি। গত মাসেই পাতিয়ালায় এক প্রতিযোগিতায় তিনি ওই ওজনটা তুলেছিলেন। এবার বিশ্ব মঞ্চে ছাপিয়ে গেলেন সেই পারফরম্যান্সও।

জেরেমির সোনা জয়ের আগে পর্যন্ত চলতি যুব অলিম্পিকের আসর থেকে ভারত আরও ৩টি রুপো জিতেছিল। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে তুষাড় মানে, ৪৪ কেজি জুডোতে তাবাবি দেবী ও মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে মেহুলি ঘোষ রুপো জেতেন।

মেহুলি অবশ্য অল্পের জন্য স্বর্ণপদক হারান। সোনা জয়ী ডেনমার্কের প্রতিযোগী শেষ করেন ২৪৮.৭ পয়েন্টে। সেখানে মেহুলির পয়েন্ট ছিল ২৪৮। ধারাবাহিকভাবে ১০ পয়েন্টের নিশানা লাগানোর পর শেষ সুযোগে তিনি ৯.১ পয়েন্টের বেশি তুলতে পারেননি। আর তাতেই হাতছাড়া হয় সোনা।

শুটিংয়ের আসরে অবশ্য এখনও নামেননি মানু ভাকের ও সৌরভ চৌধুরি। তাঁদের কাছ থেকেও পদক জয়ের আশা করছে ভারত। এছাড়া মিক্সড ইভেন্টেও পদক জেতার আশা রয়েছে। ভারত এবার চতুর্থ যুব অলিম্পিকের আসরে মোট ৪৬ সদস্যের দল পাঠিয়েছে। তাঁরা অংশ নিচ্ছেন ১৩টি বিভিন্ন প্রতিযোগিতায়।

English summary
15-year-old weightlifter, Jeremy Lalrinnunga has won gold medal in the men's 62kg category in Youth Olympics. This is the first-ever individual gold medal in Youth Olympics for India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X