For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উইম্বলডন ফাইনালে স্ট্রেট সেটে হার সেরেনার

উইম্বলডন ২০১৮ জিততে পারলেন না সেরেনা উইলিয়ামস। তবে, নিজের খেলায় তিনি খুশি।

Google Oneindia Bengali News

আশা জাগিয়েও শেষটা ভাল করতে পারলেন না সেরেনা উইলিয়ামস। উইম্বলডনের ফাইনালে পৌছেও খেতাব অধরাই থেকে গেল সর্বকালের অন্যতম সেরা এই মহিলা কিংবদন্তির। উইম্বলডনের ফাইনালে জার্মানির প্রতিপক্ষ অ্যাঞ্জেলিক কারবারের কাছে স্ট্রেট সেটে হেরে গেলেন সেরেনা। সেরেনার বিপক্ষে খেলার ফল ৬-৩, ৬-৩।

উইম্বলডন ফাইনালে স্ট্রেট সেটে হার সেরেনার

এই প্রতিযোগীতার এগারো নম্বর বাছাই ছিলেন এই জার্মান তারকা। কিন্তু তাঁর বিরুদ্ধেও জ্বলে উঠতে পারলেন না বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা তারকা। ম্যাচ শেষে সেরেনা বলেন, 'আমার জন্য দারুণ টুর্নামেন্ট ছিল এটা।'

কাঁপা কাঁপা গলায় তাঁর আরও সংযোজন, 'এত দূর আসতে পেরে আমি সত্যিই খুব খুশি। হেরে যাওয়া সত্যিই বেদনাদায়ক। তবে আমি মর্মাহত হতে চাই না। ধীরে ধীরে আমি সেরা যায়গা পৌঁছনো শুরু করছি।'

সেরেনাকে হারিয়ে খেতাব জিতলেও, কিংবদন্তির প্রতি নিজের শ্রদ্ধা উজাড় করে দেন কারবার। তিনি বলেন, 'প্রথমেই আমি সেরেনাকে বলতে চাই, তুমি দারুণ একটা মানুষ এবং সব সময়ের চ্যাম্পিয়ন। তুমি যে ভাবে পিরে এসেছো, তা সকলের কাছে অনুপ্রেরণাদায়ক। আমি নিশ্চিত খুব শীঘ্রই তুমি তোমার পরবর্তী গ্র্যান্ডস্ল্যামটি জিতবে।'

নিজের জয়ের বিষয়ে তিনি বলেন, 'আমি জানতাম সেরেনার বিরুদ্ধে আমাকে নিজের সেরা খেলাটা খেলতে হবে। উইম্বলডন জেতার দ্বিতীয় সুযোগ ছিল আমার কাছে। স্টেফির পর দ্বিতীয় জার্মান হিসেবে আমি এই খেতাব জিতলাম। এই জয় অসধারণ।'

English summary
Serena Williams failed to win Wimbledon 2018. But she is happy with her performance.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X