For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ সেটের রোমাঞ্চকর লড়াই! অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন মারে, 'শেষ ম্য়াচ' নিয়ে জল্পনা শুরু

অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯-এর প্রথম রাউন্ডের ম্যাচে রবার্তো বাউতিস্তা আগুতের বিরুদ্ধে পরাজিত হয়ে বিদায় নিলেন অ্যান্ডি মারে।

Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ান ওপেন ২০১৯ শুরুর দিনই বিদায় নিলেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। এদিন তিনি টুর্নামেন্টের ২২তম বাছাই স্প্যানিশ খেলোয়াড় রবের্তো বাউতিস্তা আগুতের বিরুদ্ধে ৫ সেটের রোমাঞ্চকর ম্যাচে ৬-৪, ৬-৪, ৬-৭ (৫), ৬-৭ (৪) ও ৬-২ ফলে পরাজিত হন। প্রথম রাউন্ডেই তিনি বিজায় নেওয়ার পর এটিই তাঁর শেষ ম্যাচ কিনা তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

৫ সেটের রোমাঞ্চকর লড়াই! বিদায় নিলেন মারে

চোট আঘাতে জর্জরিত হয়ে ২০১৮ সালে বেশিরভাগ সময়টাই সার্কিটের বাইরে কাটাতে বাধ্য হন মারে। টুর্নামেন্ট শুরুর আগেই তিনবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী জানিয়েছিলেন তিনি উইম্বলডন অবধি খেলতে চান। তবে শরীর সায় না দিলে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনই তাঁর শেষ টুর্নামেন্ট হতে পারে।

এদিনের ম্যাচেও মারের খেলা দেখেও বোঝা গিয়েছে নিজের সোনার সময় তিনি পার করে এসেছেন। টেনিসের উচ্চ পর্যায়ে খেলার মতো ক্ষমতা তাঁর আর নেই।

বর্তমানে মারের বিশ্ব ক্রমতালিকায় স্থান ২৩০তম। কাজেই অস্ট্রেলিয়ান ওপেনে বাছাইয়ের মর্যাদা তিনি পাননি। প্রথম রাউন্ডেই তাঁর সামনে কঠিন বাধা ছিল। বিশ্বের ২৩তম তথা এই প্রতিযোগিতার ২২তম বাছাই স্প্যানিশ তারকা বাউতিস্তা বর্তমানে খুব ভাল ফর্মে আছন। এদিন ঘন্টা দুয়েকের মধ্য়েই মারেকে পরাজিত করতে পারতেন তিনি। পারলেন না মারের জেদের জন্য।

সম্ভবত মারে নিজেো বুঝে গিয়েছিলেন প্রথম দিনই বিদায় নিতে হবে। তাই শরীরের শেষ শক্তি দিয়েও তিনি লড়লেন। ২ ঘন্টায় খতম হয়ার ম্য়াচটিকে ট
টেনে নিয়ে গেলেন ৪ ঘন্টা ৯ মিনিটে ম্য়ারাথন ম্য়াচে।

এর আগে তিনবারের সাক্ষাতে তিনবারই মারে বাউতিস্তাকে হারিয়ে দিয়েছিলেন। এদিন স্প্যানিশ খেলোয়াড়ি সহজেই প্রথম দুই সেট হাসিল করার পর মারে ম্য়াচটিকে এমন জায়গায় নিয়ে গেলেন যে বাউতিস্তাও একসময় বিশঅবাস করতে শুরু করেন চতুর্থবার হারতে চলেছেন।

সময় যত গড়ায় মনের দিক থেকে ততই মারে চাঙ্গা হয়ে উঠতে থাকলেও জবাব দিতে শুরু করে তাঁর শরীর। কাজেই শেষ পর্যন্ত অবশ্যম্ভাবীকেই মেনে নিতে বাধ্য হন তিনি।

ম্য়াচের পর মারে জানান, অস্ট্রেলিয়া টেনিস খেলার মজাই আলাদা। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও জানান, এটা যদি তাঁর শেষ ম্যাচ হয়, তাহলেও তিনি খুশি হবেন, কারণ এদিন সর্বস্ব দিয়ে তিনি লড়াই করেছেন। কিন্তু তা এদিনের জন্য যথেষ্ট ছিল না। এতেই তাঁর অবসর নিয়ে জল্পনার আগুনে ঘি পড়েছে।

English summary
Andy Murray has got out of the tournament after losing his first round match in Australian Open 2019 against Roberto Bautista Agut.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X