For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একাসনে বসবেন ফেডেরার-লেন্ডল! ফেডেক্সের সামনে ফের রেকর্ডের হাতছানি

স্বপ্নের দৌড় অব্যাহত। রজার্স কাপের ফাইনালে পৌঁছে গিয়েছেন। ফাইনাল জিতলেই আরও রেকর্ডের অধিকারী হবেন তিনি।

Google Oneindia Bengali News

আবারও রেকর্ডের হাতছানি রজার ফেডেরারের সামনে। রবিবার রাতে ফাইনাল জিতলেই ফের মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি। কিংবদন্তি ইভান লেন্ডলের ৯৪টি এটিপি ওয়ার্ল্ড ট্যুরের খেতাব জয়ের রেকর্ড স্পর্শ করবেন ফেডেক্স। সেইসঙ্গে পৌঁছে যাবেন এক নম্বরের আসনের একেবারে দোরগোড়ায়।

২০১৭-য় ফেডেরারের সোনালি দৌড় চলছেই ফেডেরারের। ৩৬ বছর পূর্ণ করেছেন কয়েকদিন আগেই। উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার পর এবার আরও এক এটিপি ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালে পৌঁছে গিয়েছেন তিনি। শনিবার রাতে রজার্স কাপের সেমিফাইনালে রবিন হাসকে তিনি স্ট্রেট সেটে পরাজিত করেন। খেলার ফল ফেডেরারের পক্ষে ৬-৩, ৭-৬।

ফেডেরারের সামনে ফের রেকর্ডের হাতছানি

রবিবার গভীর রাতে জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন ফেডেক্স। নাদাল বধকারী ডেনিস শাপোভালভকে স্ট্রেট সেটে হারিয়ে তিনি ফেডেরারের মুখোমুখি হচ্ছেন। উইম্বলডনের আগে এটিপি ফাইনালে ফেডেরারের কাছে পরাজিত হন তিনি। এবার তাঁর বদলা নেওয়ার ম্যাচ। ১৯ বছরের আলেকজান্ডার জেরেভ এখন থেকেই ভবিষ্যতের তারকা হিসেবে নিজের নাম খোদাই করেছেন। ফেডেরারের কাছে এই ম্যাচ তাই খুব সহজ হবে না।

বছরের শুরুটা ভালোই করেছিলেন ফেডেক্স। অস্ট্রেলিয়ান ওপেন জয় দিয়ে শুরু, তারপর একে একে ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি-র মতো ১০০০ মাস্টার্স জিতেছেন তিনি। ঐতিহাসিক উইম্বলডন জয় আসে তারপর। এবার ১৯ গ্র্যান্ডস্ল্যামজয়ী তারকার সামনে রজার্স কাপে মাইলস্টোন ছোঁয়ার অপেক্ষা।

সবথেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতলেও এটিপি ওয়ার্ল্ড ট্যুরে তাঁর থেকে এগিয়ে রয়েছেন আর এক কিংবদন্তি জিমি কোনর্স। তিনি ১০৯টি এটিপি খেতাব জেতেন। ১০০০ মাস্টার্সে ফেডেরারের থেকে এগিয়ে রয়েছেন তাঁর দুই প্রতিদ্বন্দ্বী নাদাল ও জোকার। দু-জনেই ৩০টি করে খেতাব জেতেন। ফেডেরার জেতেন ২৬টি। রজার্স কাপ জিতলে সেই ব্যবধানও কমাবেন রজার।

English summary
If Federer wins Rogers Cup, there is a record in front of him. He faces to Alekjander Zverev at final of Rogers Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X