For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেভিস কাপের টাইয়ে রেকর্ড লিয়েন্ডার পেজের, ৩-০ এগিয়ে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে টাই জিতে নিল ভারত

নিজের রেকর্ড নিজেই ছাপিয়ে গেলেন লিয়েন্ডার পেজ। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপের ম্যাচে নজির গড়লেন লিয়েন্ডার। এদিন পুরুষ ডাবলসে পাকিস্তান দলকে হেলায় হারাল ভারত।

  • |
Google Oneindia Bengali News

কাজাখস্তানের নুর সুলতানে নিজের রেকর্ড নিজেই ছাপিয়ে গেলেন লিয়েন্ডার পেজ। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপের ম্যাচে নজির গড়লেন লিয়েন্ডার। এদিন পুরুষ ডাবলসে পাকিস্তান দলকে হেলায় হারাল ভারত।

ভারত-পাকিস্তানের টাইয়ের দ্বিতীয় দিনের ম্যাচে ভারতের হয়ে লিয়েন্ডার ও জীবনের জুটি জয় এনে দেয়। শনিবার ডবলস জয়ের পর ডেভিস কাপের টাইয়ের পাকিস্তানের বিরুদ্ধে ৩-০ এগিয়ে গেল ভারত। লড়াইয়ে আরও দুটি রিসার্ভ সিঙ্গলস ম্যাচ বাকি থাকলও টাইয়ে ৩-০ এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করে নিয়ে ভারতীয় দল। উল্লেখ্য এর আগে ডেভিস কাপের পাকিস্তানের বিরুদ্ধে ৬ বারের সাক্ষাতে ৬ বার টাই জিতেছে ভারতীয় দল। সেই ধারা এবারও বজায় রাখল ভারত।

ডেভিস কাপে এদিন লিয়েন্ডারের রেকর্ড সংখ্য়ক ৪৪ তম ডবলস জয়। গতবার ডবলসে ডেভিস কাপের ৪৩ তম ম্যাচ জিতে কীর্তি গড়েছিলেন। এদিন নিজের রেকর্ড নিজেই টপকে গেলেন লিয়েন্ডার। ডেভিস কাপের ইতিহাসে ৫৭টি টাই খেলে এই মাইলস্টোন গড়লেন লিয়েন্ডার।

 ডেভিস কাপের টাইয়ে রেকর্ড লিয়েন্ডার পেজের, পাকিস্তানের বিরুদ্ধে এগিয়ে ভারত

পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপের লড়াইয়ে এদিন নিজের চেয়ে অনেক ছোট জীবন নেডুনচেজিয়ানকে প্রথমবার সঙ্গী করে টাইয়ে নেমেছিলেন লিয়েন্ডার। জুটিতে দুই খেলোয়াড়ের প্রথম ম্যাচ হলেও প্রথম ম্যাচেই দারুণ পারফর্ম্য়ান্স।

পাকিস্তানের মহম্মদ শোয়েব এবং হুফাইজা আবদুল রহমানের জুটিকে ভারতীয় জুটি ৫৩মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটে উড়িয়ে দেন। লিয়েন্ডার-জীবনের পক্ষে ম্যাচের ফল ৬-১, ৬-৩।

প্রসঙ্গত এর আগে শুক্রবার ভারত-পাক টাইয়ের প্রথম দিন ২-০ এগিয়ে যায় ভারত। দুটি সিলঙ্গস ম্যাচে রামকুমার রামানাথন ও সুমিত নাগাল জয় পান। দুই ম্যাচেই ভারত স্ট্রেট গেমে জয় পেয়েছে।

English summary
India vs Pakistan Davis Cup: Leander Paes won his 44th doubles match set Record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X