For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জকোভিচের সঙ্গে যোগ দিলেন জিভেরেভ, ছিটকে গেলেন তিন তরুণ - কির্গিওস, সিৎজিপাস এবং কোরিচ

শনিবার (৯ মার্চ) ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের তৃতীয় রাউন্ডে উঠলেন নোভাক জোকোভিচ ও আলেকজান্ডার জিভেরেভ।

Google Oneindia Bengali News

শনিবার (৯ মার্চ) ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের তৃতীয় রাউন্ডে উঠলেন নোভাক জোকোভিচ ও আলেকজান্ডার জিভেরেভ। একই দিনে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন টেনিস বিশ্বের বর্তমান তিন তরুণ তারকা - অস্ট্র্রেলিয় নিক কির্গিওস, গ্রিক স্টেফানোস সিৎজিপাস এবং ক্রোয়েশিয় বোরনা কোরিচ।

জকোভিচের সঙ্গে যোগ দিলেন জিভেরেভ, ছিটকে গেলেন তিন তরুণ - কির্গিওস, সিৎজিপাস এবং কোরিচ

এদিন টুর্নামেন্টের তৃতীয় বাছাই জিভেরেভ, মার্টিন কিলজানের বিরুদ্ধে ৬-৩, ২-০ এগিয়ে থাকা অবস্থায় চোটের জন্য ম্য়াচ ছেড়ে দেন স্লোভাকিয়ান টেনিস খেলোয়াড়টি। ফলে ১ ঘন্টার কম সময়েই দ্বিতীয় রাউন্ডের বাধা টপকান পুশ তারকা জিভেরেভ।

তার আগেই নোভাক জকোভিচ ৭-৬ (৭-৫), ৬-২ ফলেই হারান আমেরিকান ফ্রাতাঙ্গেলো-কে। পরের রাউন্ডে তাঁর সামনে পড়বেন নিক কিরগিওস, এই আশাই করা হচ্ছিল। কিন্তু, অভিজ্ঞ জার্মান ফিলিপ কোলশঅরেইবারের বিরুদ্ধে অজি তরুণ ৬-৪, ৬-৪ ফলে পরাজিত হওয়ার এই আকর্ষণীয় লড়াই থেকে বঞ্চিত হয় টেনিস-বিশ্ব।

এদিন তাঁর সঙ্গে সঙ্গে আরও দুই তরুণ তারকা,অস্ট্রেলিয়া ওপেনে ফেডেরারকে হারানো সিৎজিপাস ও কোরিচ-ও পরাজিত হন। নবম বাছাই সিৎজিপাস ৬-৪, ৬-২ ফলে পরাজিত হন ১৮ বছরের ব্রাজিলিয় আউগার-আসিমের বিরুদ্ধে। আর কোরিচ ৬-৪, ৭-৬ (৭-২) ফলে পরাজিত হন স্বদেশীয় ৪০ বছরের প্রবীন ইভো কার্লোভিচের বিরুদ্ধে।

English summary
Alexander Zverev joined Novak Djokovic in the Indian Wells Masters third round as the youngsters - Kyrgios, Tsitsipas and Coric bowed out on Saturday (March 9).
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X