For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোকারের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার লড়াইয়ে ইতিহাস রচনা করতে মরিয়া কেভিন

আজ ২০১৮ উইম্বলডন ফাইনালে খেতাব জয়ের লক্ষ্যে নামছে নোভাক জোকোভিচ। ফাইনালে তার সামনে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন। ১৯২১ সালের পর প্রথম দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে পৌছন কেভিন।

Google Oneindia Bengali News

২০১৫-এর পর ফের উইম্বলডন ফাইনালে নোভাক জোকোভিচ। একটা সময়ে চোট-আঘাত জনিত সমস্যার কারণে জোকারের টেনিস কেরিয়ার ছিল সংশয়ের মুখে। তবে, সকল প্রতিকূলতাকে অতিক্রম করে ফের টেনিস সার্কিটের সব থেকে বড় টুর্নামেন্ট জয়ের লক্ষ্যে নোভাক।

জোকারের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার লড়াইয়ে ইতিহাস রচনা করতে মরিয়া কেভিন

উইম্বলডনে আজ পুরুষদের ফাইনালে নোভাকের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল কেভিন অ্যান্ডারসন। এটিপি ট্যুরে খেতাব জিতলেও গ্র্যান্ডস্ল্যাম জেতা হয়নি দক্ষিণ আফ্রিকার ৩২ বছর বয়সী এই তারকার।
গত বছর ইউএস ওপেনের ফাইনালে পৌঁছলেও রাফায়েল নাদালের কাছে স্ট্রেট সেটে হেরে বিদায় নিতে হয় কেভিনকে।

গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে কেভিন বলেন, 'একেবারেই লড়াইটা সহজ হবে না জোকোভিচের বিপক্ষে। তবে, আশাবাদী নিজের সেরা খেলা খেলতে পারব।'

তাঁর আরও সংযোজন, 'উইম্বলডন জিততে পরালে, তা অনুপ্রেরণা হয়ে উঠতে পারে ছোটদের কাছে। দক্ষিণ আফ্রিকা থেকে আরও টেনিস খেলোয়াড় উঠে আসতে পারবে।' নোভাককে হারাতে পারলে এটিই প্রথম গ্র্যান্ডস্ল্যাম হবে অ্যান্ডারসনের জন্য।

১৯২১ সালে প্রথম উইম্বলডন ফাইনালে পৌঁছেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্রায়ান নর্টন। নর্টনের পর দ্বিতীয় দক্ষিণ আফ্রিকার টেনিস খেলোয়াড় হিসেবে উইম্বলডন ফাইনালে পৌঁছলেন অ্যান্ডারসন।

অন্য দিকে, ২০১৬ ইউএস ওপেনের পর ফের গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে পৌঁছনো জোকার বলেন, 'একটা সময়ে হতাশাও গ্রাস করেছিল, মনের মধ্যে সংশয় তৈরি হয়েছিল আর খেলা চালিয়ে যেতে পারব কি না, তবে, ফের উইম্বলডন ফাইনালে পৌঁছতে পেরে আমি খুশি।'

অপেক্ষাকৃত দুর্বল হলেও কেভিনকে হালকা ভাবে নিচ্ছেন না নোভাক। কিংবদন্তি রজার ফেডেরারকে এই উইম্বলডনেই হারিয়েছেন কেভিন। তাই কেভিনের বিরুদ্ধে যথেষ্ট পরিকল্পনা করেই যে তিনি কোর্টে নামবেন তা স্পষ্ট করে দেন জোকার।

এর আগে মোট ছ'বার মুখোমুখি হয়েছিলেন নোভাক জোকোভিচ এবং কেভিন অ্যান্ডারসন। প্রত্যাশা মতোই পাল্লা ভারী নোভাকেরই।

ছয়বারের সাক্ষাতে পাঁচবারই কেভিনকে হারিয়েছেন নোভাক। ২০০৮ সালে কেভিনের কাছে একমাত্র ম্যাচটি হারেন নোভাক। ২০১৮ উইম্বলডন ফাইনালে কেভিনকে হারাতে পারলে নিজের কেরিয়ারের ১৩তম গ্র্যান্ডস্ল্যামটি জিতবেন সার্বিয়ার এই তারকা। এর আগে ২০১১, ২০১৪ এবং ২০১৫ উইম্বলডনে চ্যাম্পিয়ন হন নোভাক। দেখার এই দুই তারকার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে, আজ উইম্বলডনে শেষ হাসি কে হাসেন।

English summary
Novak Djokovic will face Kevin Anderson in the the Men’s Singles final in 2018 Wimbledon.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X