For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উইম্বলডন ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম ম্যাচ! ইসনারকে হারিয়ে ফাইনালে অ্যান্ডারসন

৬ ঘণ্টা ৩৬ মিনিট। মার্কিন যুক্তরাষ্ট্রের জন ইসনারকে এই দীর্ঘ সময়ে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে অবশেষে ফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন।

  • |
Google Oneindia Bengali News

৬ ঘণ্টা ৩৬ মিনিট। মার্কিন যুক্তরাষ্ট্রের জন ইসনারকে এই দীর্ঘ সময়ে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে অবশেষে ফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন। ৭-৬, ৬-৭, ৬-৭, ৬-৪ ও ২৬-২৪ ব্যবধানে ইসনারকে হারিয়ে ফাইনালে গেলেন অ্যান্ডারসন।

ইসনারকে হারিয়ে ফাইনালে অ্যান্ডারসন

প্রথম সেট টাইব্রেকারে জেতার পরের দুটি সেট তিনি হেরে যান। তারপরে চতুর্থ সেটে ফের জয়লাভ করেন। পঞ্চম সেটে ৪৯ নম্বর গেম জেতার পরে ৫০ নম্বর গেম জিতে ম্যাচ পকেটে পুরে নেন।

অ্যান্ডারসনের এর আগে এত দীর্ঘ ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও ইসনার উইম্বলডন তো বটেই টেনিস ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম ম্যাচ খেলেছেন। ২০১০ সালে সেই ম্যাচটি তিনি খেলেছিলেন নিকোলাস মাহুতের বিরুদ্ধে। উইম্বলডনের প্রথম রাউন্ডের ম্যাচ ছিল সেটি। মাহুতকে ৬-৪, ৩-৬, ৬-৭, ৭-৬ ও ৭০-৬৮ সেটে হারিয়ে ইসনার জিতেছিলেন। তবে এদিন হেরে গেলেন।

কোয়ার্টার ফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে অ্যান্ডারসন সেমিফাইনালে ওঠেন। রজারকেও পাঁচ সেটের লড়াইয়ে হারিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান টেনিস খেলোয়াড়।

English summary
Kevin Anderson wins five-set epic with John Isner to reach Wimbledon final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X