For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে কারা ভারতের হয়ে পদক জিতেছেন? দেখে নিন তালিকা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ হলেও অলিম্পিক্সের মতো মঞ্চে ভারতীয়দের পারফরম্যান্স খুবই হতাশাজনক থেকেছে। স্বাধীনতার পর এতগুলি বছর কেটে গেলেও কোনওবারই একসঙ্গে ২টি সোনার পদক জেতেননি ভারতীয়রা। এমনকী পদক জয়ের ক্ষেত্রে ডবল ডিজিটও টপকে যেতে পারিনি আমরা। [রিও অলিম্পিকে হামলা চালানোর ফন্দি আইএসের]

ভারতের একমাত্র সাফল্য বলতে দলগত ইভেন্ট হকিতে ৮ বার সোনা জয়। যদিও শেষবার আমরা হকিতে সোনা জিতেছি ১৯৮০ সালের মস্কো অলিম্পিক্সে। তারপর থেকে হকিতেও দৈন্যদশা অব্যাহত। [রিও অলিম্পিকে ভারতের প্রতিনিধি কারা? দেখে নিন]

১৯০০ সালে ভারতের হয়ে নরম্যান প্রিটচার্ড রুপোর পদক জেতেন। সেবার প্য়ারিস অলিম্পিক্সে ২০০ মিটার দৌড় ও ২০০ মিটার হার্ডলসে তিনি এই পদক জেতেন। তারপরে স্বাধীনতার পরে ১৯৫২ সালে খাসাবা দাদাসাহেব যাদব কুস্তিতে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতেন। [বক্সিং কিংবদন্তি মহম্মদ আলি সম্পর্কে এই তথ্যগুলি অনেকেই জানেন না]

তারপর থেকে শুধুই প্রতীক্ষা। দীর্ঘ ৪৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতেন লিয়েন্ডার পেজ। তারপরও যদিও ব্যক্তিগত ইভেন্টে ভারতের মাত্র কয়েকজনই পদকের স্বাদ পেয়েছেন। কারা রয়েছেন সেই তালিকায় তা দেখে নিন একনজরে। [কোন দেশ কতবার জিতেছে কোপা আমেরিকা?]

লিয়েন্ডার পেজ

লিয়েন্ডার পেজ

১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিক্সে লন টেনিসে ব্রোঞ্জ জেতেন লিয়েন্ডার পেজ।

কর্ণম মালেশ্বরী

কর্ণম মালেশ্বরী

২০০০ সালের সিডনি অলিম্পিক্সে কর্ণম মালেশ্বরী ওয়েটলিফটিংয়ে ব্রোঞ্জ জেতেন। এই প্রথম কোনও ভারতীয় মহিলা অলিম্পিক্স পদক পান।

রাজ্যবর্ধন সিং রাঠৌর

রাজ্যবর্ধন সিং রাঠৌর

২০০৪ আথেন্স অলিম্পিক্সে শুটিংয়ে (ডবল ট্র্যাপ) রুপো জেতেন রাজ্যবর্ধন সিং রাঠৌর। শুটিংয়ে এই প্রথম কোনও পদক পায় ভারত।

অভিনব বিন্দ্রা

অভিনব বিন্দ্রা

২০০৮ বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা জেতেন অভিনব বিন্দ্রা। এই প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা পায় ভারত।

বিজেন্দ্র সিং

বিজেন্দ্র সিং

২০০৮ বেজিং অলিম্পিক্সে বক্সিংয়ে ব্রোঞ্জ জেতেন বিজেন্দ্র সিং। হরিয়ানার এই যুবক তবে থেকেই ভারতীয় খেলাধূলার ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছেন।

সুশীল কুমার

সুশীল কুমার

২০০৮ অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার পরে ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে কুস্তিতে রুপো জেতেন সুশীল কুমার।

গগন নারং

গগন নারং

২০১২ লন্ডন অলিম্পিক্সে শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জেতেন গগন নারং।

বিজয় কুমার

বিজয় কুমার

২০১২ লন্ডন অলিম্পিক্সে শুটিংয়ে রুপো জেতেন বিজয় কুমার।

যোগেশ্বর দত্ত

যোগেশ্বর দত্ত

লন্ডন অলিম্পিক্সে ২০১২ সালে ৬০ কেজি ফ্রি-স্টাইলে ব্রোঞ্জ পান যোগেশ্বর দত্ত।

মেরি কম

মেরি কম

লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক পান বক্সার মেরি কম।

সাইনা নেহওয়াল

সাইনা নেহওয়াল

২০১২ অলিম্পিক্সে প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে ব্রোঞ্জ জেতেন সাইনা নেহওয়াল।

English summary
From Leander Paes to Saina Nehwal: List of India's individual Olympic winners
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X