For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদাল, নাওমি ওসাকা

রাফায়েল নাদাল ও নাওমি ওসাকা। অন্যদিকে সিঙ্গলস থেকে ছিটকে গিয়েও প্রতিযোগিতার ডবলসে জিতলেন আমেরিকার ১৫ বছরের টেনিস তারকা কোকো গাউফ।

  • |
Google Oneindia Bengali News

রাফায়েল নাদাল ও নাওমি ওসাকা। অন্যদিকে সিঙ্গলস থেকে ছিটকে গিয়েও প্রতিযোগিতার ডবলসে জিতলেন আমেরিকার ১৫ বছরের টেনিস তারকা কোকো গাউফ।

 নাদালের জয়

নাদালের জয়

হাঁটুর চোটে গত ইউএস ওপেন সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল। সেই আক্ষেপ এবার পুরোপুরি উশুল করতে বদ্ধপরিকর ১৮টি গ্র্যান্ড স্ল্য়াম জয়ী টেনিস তারকা। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়ার চাং হেয়ন-কে ৬-৩, ৬-৪, ৬-২ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন স্প্য়ানিশ নাদাল।

কোয়ার্টার ফাইনালে ওসাকা

কোয়ার্টার ফাইনালে ওসাকা

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপানের নাওমি ওসাকা ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে আমেরিকার ১৫ বছরের প্রতিদ্বন্দ্বী কোকো গাউফকে ৬-৩, ৬-০ সেটে হারায়। ম্যাচ শেষের পর পরাজিত, ক্রন্দনরত কোকোকে দুর্দান্তভাবে শান্ত্বনাও দেন নাওমি ওসাকা।

ডবলসে কোকো-র জয়

ডবলসে কোকো-র জয়

নওমি ওসাকার কাছে সিঙ্গলস হারলেও ইউএস ওপেনের ডবলসের দ্বিতীয় রাউন্ডে জয় পেলেন আমেরিকার ১৫ বছরের কোকো গাউফ। স্বদেশী ১৭ বছরের ক্যাটি ম্যাকনেলির সঙ্গে জুটি বেঁধে ৬-৩, ৭-৬ (১১-৯) সেটে আমেরিকার নিকোলে মেলিছার ও ভেটা পেসচকে জুটিকে হারান তাঁরা।

English summary
Rafael Nadal and Naomi Osaka reach quarter final of US Open
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X