For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিও অলিম্পিকে প্রথম পদক জয় থেকে একহাত দূরে ভারত

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

রিও দি জেনেইরো, ১৩ অগাস্ট : রিও অলিম্পিকে প্রথম পদক জয়ের হাতছানি ভারতের সামনে। টেনিসে মিক্সড ডাবলসে সানিয়া মির্জা ও রোহন বোপান্না জুটি কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের হিথার ওয়াটসন ও অ্যান্ডি মারে জুটিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। আর একটি ম্যাচ জয় মানেই টেনিস থেকে অন্তত একটি পদক পাবেই ভারত। তেমন হলে দীর্ঘ ২০ বছর পরে টেনিসে কোনও অলিম্পিক পদক পেতে চলেছে ভারত। [সেলফি তুলে অলিম্পিকে 'সোনা' পেলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল!]

কোয়ার্টার ফাইনালে অ্যান্ডি মারে ও হিথার ওয়াটসনের জুটিকে ৬-৪, ৬-৪ সেটে গুড়িয়ে দেন সানিয়া-বোপান্না জুটি। মাত্র ৬৭ মিনিটেই ম্যাচ শেষ করেন তাঁরা। পরের ম্যাচটি জিতলে একেবারে সরাসরি অন্তত পদক চলে আসবে ভারতের ঘরে। যদি কোনওভাবে ম্যাচটি সানিয়ারা হেরে যান, তাহলেও তাঁরা সুযোগ পাবেন তৃতীয় স্থানাধিকারী হয়ে ব্রোঞ্জ মেডেল পাওয়ার। সেক্ষেত্রে আর একটি ম্যাচ তাঁদের খেলতে হবে। [রিও অলিম্পিক নিয়ে কয়েকটি অজানা তথ্য জেনে নিন একনজরে]

রিও অলিম্পিকে প্রথম পদক জয় থেকে একহাত দূরে ভারত

১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে টেনিসে ভারতের হয়ে শেষবার বোঞ্জ পদক পেয়েছিলেন লিয়েন্ডার পেজ। তারপর টেনিসে বারবার সাড়া জাগিয়েও খালি হাতে ফিরেছে ভারত। তবে এবার অসাধারণ একটি সুযোগ রয়েছে টেনিসে অলিম্পিক পদক জেতার। [অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে কারা ভারতের হয়ে পদক জিতেছেন? দেখে নিন]

এদিন ম্যাচে প্রথম সেটে প্রথম দুটি গেম হেরে গিয়েছিলেন সানিয়ারা। পরে অসাধারণভাবে ফিরে এসে স্ট্রেট সেটে ম্যাচ জিতে নেন। সেমিফাইনালেও জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন বলে অঙ্গীকার করেছেন সানিয়া-বোপান্না জুটি। এখন দেখার পদক জিতে তাঁরা ফিরতে পারেন কিনা। [রিও অলিম্পিক ২০১৬ : সাপ, কুমীরে ভর্তি ব্রাজিলিয়ান গল্ফ কোর্স!]

English summary
Rio 2016: Sania Mirza-Rohan Bopanna Enter Mixed Doubles Semi-Finals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X