For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'প্রতিদ্বন্দ্বী হিসেবে নাদাল-জকোভিচরা ছিল বলেই ফেডেরার হতে পেরেছি'

ইংল্যান্ডের মাটিতে এক দিকে ক্রিকেট বিশ্বকাপ, অন্য দিকে সোমবার থেকে ইংল্যান্ডে মাটিতে শুরু হচ্ছে উইম্বলডন। টুর্নামেন্টে নবম ও সব মিলিয়ে ২১ তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের লক্ষ্যে ফেডেরার

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডের মাটিতে এক দিকে ক্রিকেট বিশ্বকাপ, অন্য দিকে শুরু হচ্ছে টেনিসের মেগা আসর।

সোমবার থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে উইম্বলডন। টুর্নামেন্টে নবম ও সব মিলিয়ে ২১ তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের লক্ষ্যে কোর্টে নামতে চলেছেন রজার ফেডেরার। টুর্নামেন্ট শুরুর আগে প্রতিদ্বন্দ্বীদের নিয়ে এবার বড় মন্তব্য করলেন তিনি।

প্রতিদ্বন্দ্বী হিসেবে নাদাল-জকোভিচকরা ছিল বলেই ফেডেরার হতে পেরেছি

সুইস টেনিস কিংবদন্তি কেরিয়ারে তাঁর সাফল্যের জন্য দুই প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচকে ধন্য়বাদ দিচ্ছেন। ৩৭ বছর বয়সী ফেডেরার কেরিয়ারে ২০টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। এই কীর্তি গড়ার জন্যই দুই প্রতিদ্বন্দ্বীর কাছে ঋণী বলে উল্লেখ করেন ফেডেরার।

টুর্নামেন্ট শুরুর আগে সাংবাদিক সম্মেলনে রজার বলেন,'আমরা তিনজন নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করি। শুধু তাই নয়, প্রতিবারই ভয় থাকে প্রতিদ্বন্দ্বী দুই টেনিস তারকা বোধহয় গ্র্যান্ডস্ল্যাম জিতে বেড়িয়ে যাবে।'

সঙ্গে ফেডেক্স বলেছেন, 'আমাদের মধ্যে এই সুস্থ প্রতিযোগিতাই আমাদের অন্য পর্যায়ে নিজে গিয়েছে। এই প্রতিদ্বন্দ্বিতা না থাকলে সাফল্যের ঝুলিতে এতগুলো ট্রফি থাকত না।'

প্রসঙ্গত আসন্ন টুর্নামেন্টে গ্র্যান্ডস্ল্যাম জিততে পারলে সবচেয়ে বর্ষীয়ান টেনিস তারকা হিসেবে উইম্বলডন জয়ের নজির গড়বেন ফেডেরার। সেই সঙ্গেই টুর্নামেন্টে আর মাত্র ৫ ম্যাচ জিতলে উইম্বলডনের ইতিহাসে ১০০টি ম্যাচ জয়ের নজির গড়া হয়ে যাবে ফেডেক্সের।

একনজরে তিন তারকার ট্রফি ক্যাবিনেট

১) রজার ফেডেরার- ২০ টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন
২) রাফায়েল নাদাল- ১৮টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন
৩) নোভাক জকোভিচ- ১৫টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন

English summary
Roger Federer says, Rafael Nadal and Novak Djokovic Have The Player I Am
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X