For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রজার্স কাপ - সহজেই দ্বিতীয় রাউন্ডে জকোভিচ, ছন্দে ফিরছেন ওয়ারিঙ্কা

জকোভিচ, ওয়ারিঙ্কা, শাপভালোভ, দিমিত্রভ এবং মারিন চিলিচ টরন্টোয় রজার্স কাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার সহজেই টরন্টোর রজার্স কাপের দ্বিতীয় রাউন্ডে উঠলেন নোভাক জকোভিচ। চোট সারিয়ে উঠে স্ট্যান ওয়ারিঙ্কাও জয় পেলেন। ডেনিস শাপোভালোভ-ও গতবারের মতোই সাড়া জাগিয়ে শুরু করলেন।পরের রাউন্ডেও জকোভিচের সামনে সহজ বাধা, ওয়াইল্ড কার্ড এন্ট্রি পিটার পোলানস্কি।

৪ বারের রজার্স কাপ উইনার জকোভিচ কিন্তু শুরুটা করলেন চ্যাম্পিয়নের মতোই। হিয়ন চুং পিঠের চোটের কারণে নাম তুলে নেওয়ার পর প্রথম রাউন্ডে জকোভিচের সামনে ছিলেন মির্জা বাসিক। তাকে জোকার সহজেই ৬-৩ ৭-৬ (৭-৩) ফলে হারিয়ে দেন। ম্যাচের পর এই সার্বিয়ান তারকা জানিয়েছেন 'টরন্টো ও মন্টরিয়েলে আমি অনেক সাফল্য পেয়েছি। এবারও ভালভাবেই শুরু করতে চেয়েছিলাম। '

অন্যদিকে নিক কিরগিয়োসের বিরুদ্ধে ওয়ারিঙ্কাকে কষ্ট করে জিততে হলেও তাঁর খেলা দেখে বোঝা গিয়েছে হাঁটুর চোট সারিয়ে তিনি দ্রুত ছন্দে ফিরছেন। নিক কিরগিয়োসের বিরুদ্ধে ম্যাচে প্রথম সেটটি তিনি ১-৬'এ হারান। কিন্তু এরপরের দুই সেট ৭-৫, ৭-৫ গেমে জিতে নেন সুইস তারকা।

রজার্স কাপের দ্বিতীয় রাউন্ডে জকোভিচ ওয়ারিঙ্কারা

ফল দেখেই বোঝা যাচ্ছে বেশ কষ্ট করেই জিততে হয়েছে তাঁকে। গোটা ম্য়াচে ২৬ টি এস মারেন কিরগিয়োস। কিন্তু তাঁর হিপ ইনজুরির সুয়োগ নেন ওয়ারিঙ্কা। ম্যাচের পর তিনি জানান, 'এই জয় কখনই সহজ ছিল না। নিক কখনই আপনাকে স্বাধীনভাবে খেলতে দেবে না। এর হাতে বড় সার্ভ আছে। একটু আলগা দিলেই খেলা নিজের দিকে ঘুরিয়ে নিতে পারে।'

ফের্নান্দো ভেরদাস্কোর বিরুদ্ধে পঞ্চম বাছাই গ্রিগর দিমিত্রভও প্রথম সেটে হেরে যান। তারপর অবশ্য আবার খেলায় ফিরে আসেন। মাঝে বৃষ্টি এসে খেলায় থাবা বসালেও শেষ পর্যন্ত এই বুলগেরিয়ান টেনিস তারকা ম্যাচটি জিতে নেন ৪-৬ ৬-২ ৭-৬(৭-৫) ফলে।

বৃষ্টি থাবা বসিয়েছিল শাপোভালোভের ম্যাচেও। গত বছর রজার্স রাপের সেমিফাইনালে উঠেই প্রথম টেনিস বিশ্বের নজর কেড়েছিলেন এই কানাডিয়ান। এবারেও প্রথম ম্যাচে তিনি জেরেমি চার্ডির বিরুদ্ধে ৬-১ ৬-৪ ফলে মসৃণ জয় পেয়েছেন। দিনের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ান তারকা মারিন চিলিচ ৬-৩ ৩-৬ ৬-১ ফলে হারান আরেক ক্রোট বোরনা করিচকে।

English summary
Djokovic, Wawrinka, Shapovalov, Dimitrov and Marin Cilic has progressed to the second round of Rogers Cup in Toronto.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X