For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফরাসি ওপেনে ফের মহিলাদের ডবলস বিভাগে খেলবেন উইলিয়ামস বোনেরা

টেনিস ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ফরাসি ওপেনে ফিরতে চলেছেন কিংবদন্তি মহিলা টেনিস প্লেয়ার সেরেনা উইলিয়ামস। ২০১৭ অস্ট্রেলীয় ওপেন জেতার পর আর কোনও গ্র্যান্ডস্ল্যামে দেখা যায়নি সেরেনাকে।

Google Oneindia Bengali News

টেনিস ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ফরাসি ওপেনে ফিরতে চলেছেন কিংবদন্তি মহিলা টেনিস প্লেয়ার সেরেনা উইলিয়ামস। ২০১৭ অস্ট্রেলীয় ওপেন জেতার পর আর কোনও গ্র্যান্ডস্ল্যামে দেখা যায়নি সেরেনাকে। অন্তঃসত্বা থাকার কারণে কোর্টে নামতে পারেননি তিনি। অবশেষে ২০১৮ ফরাসি ওপেন দিয়ে ফের কোর্টে ফিরতে চলেছেন তিনি।

ফরাসি ওপেনে ফের মহিলাদের ডবলস বিভাগে খেলবেন উইলিয়ামস বোনেরা

তবে, একা নয়, দিদি ভেনাস উইলিয়ামসকে সঙ্গী করে মহিলাদের ডবলস বিভাগে খেলবেন তিনি। ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেওয়া হয়েছে উইলিয়ামস বোনেদের।

যৌথভাবে খেলে মোট ১৪টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন ভেনাস উইলিয়ামস এবং সেরেনা উইলিয়ামস। যার মধ্যে ফরাসি ওপেন জিতেছেন দু'বার। ১৯৯৯ সালে প্রথম বার রোঁলা গ্যারোজে খেতাব জয় করেন এই দুই জন।শেষ বারের মতো ফরাসি ওপেন তাঁরা জেতেন ২০১০ সালে।

২০১০-এর পর মাত্র দু'বার ফরাসি ওপেনে দলগত বিভাগে নেমেছেন উইলিয়ামস বোনেরা। ২০১৩ এবং ২০১৬ সালে। কিন্তু এই দু'বারের পারফরম্যান্স একেবারেই ভাল ছিল না। ২০১৩ সালে প্রথম রাইন্ডে হেরেই বিদায় নিতে হয় তাঁদের এবং ২০১৬ সালে বিদায় নিতে হয় তৃতীয় রাউন্ড থেকে।

তবে, অতীত যাই হোক না কেন, ২০১৮ ফরাসি ওপেনে নতুন ভাবে ফিরে আসতে তৈরি উইলিয়ামসন বোনেরা। এখন দেখার দীর্ঘদিন পর কোর্টে ফিরে দিদিকে সঙ্গে নিয়ে পুরনো ছন্দে ঝড় তুলতে পারেন কি না সেরেনা উইলিয়ামস!

English summary
Legendary Tennis player Serena Williams and Venus Williams Got Doubles Wildcard in French open. Already they won this title two times.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X